ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

বাংলাদেশের বোলাররা দুর্দান্ত করেছে : রিজওয়ান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ০৩:৩২

মোহাম্মদ রিজওয়ান। ছবি সংগৃহীত মোহাম্মদ রিজওয়ান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রাপ্তি শূন্য হলেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নিয়ম রক্ষার ম্যাচেও হারতে হয়েছে ৭ উইকেটে। ম্যাচ জিতলেও বাংলাদেশী বোলারদে প্রশংসা করেছেন পাক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। 

 


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিজওয়ান বলেন, ‘বাংলাদেশের বোলাদের ক্রেডিট দিতেই হবে। তারা সত্যিই দুর্দান্ত বোলিং করেছে। প্রথম ১০ ওভারে আমাদের লক্ষ্য ছিল হাতে উইকেট রাখা। শেষ দিকে আমাদের জন্য কাজটি সহজ করে দিয়েছে মোহাম্মদ নওয়াজ। এজন্য আমি তাকে ক্রেডিট দিচ্ছি। তাঁর ইনিংসটি মোমেন্টাম বদলে দিয়েছে। ’

 

 

আগামীকাল শুক্রবার ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ফাইনালের আগে আত্মবিশ্বাসী রিজওয়ান, ‘আজকের জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। নিজেদের মাঠে খেলছে নিউজিল্যান্ড, তবে আমরা আত্মবিশ্বাসী। ’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

হেসেখেলেই পাকিস্তানকে হারাল কিউইরা

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাট হাসলেই হাসে পাকিস্তান। এই কথাটিই যেন পাকিস্তানের...

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

রিজওয়ানের ব্যাটে পাকিস্তানের সংগ্রহ ‘১৬৭’

রিজওয়ান-বাবরের উদ্বোধনী জুটিতেই ৫২ রান। এরপর ২২ রান করা বাবরকে ফিরিয়ে বাংলাদেশকে দিনে...