নারী আইপিএলঃ একাদশে ৫ জন বিদেশি ক্রিকেটার রাখার সুযোগ পাবে দলগুলো
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ০৪:১৭

নট আউট ডেস্কঃ আগামীবছর শুরু হতে যাচ্ছে নারী আইপিএল। এই খবর অবশ্য পুরনো। নতুন খবর হচ্ছে প্রথম আসরে প্রতিটি দল পাঁচ জন করে বিদেশি ক্রিকেটার একাদশে রাখার সুযোগ পাবে। এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
আগামীবছর মার্চের শুরুর দিকে পর্দা উঠবে নারী আইপিএলের। প্রথম এই আসরে খেলা হবে মোট ২২টি ম্যাচ। এরপরই মাঠে গড়ানোর কথা রয়েছে ছেলেদের আইপিএল।
ছেলেদের আইপিএলে হোম-অ্যাওয়ে পদ্ধতি থাকলেও মেয়েদের ক্ষেত্রে এটি কার্যকর হবে না। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার খেললেও গ্রুপ পর্বের ২০ ম্যাচ হবে দুই ভেন্যুতে। প্রথম ১০ ম্যাচ এক ভেন্যুতে এবং পরের ১০ ম্যাচ অন্য ভেন্যুতে।
যদিও এর আগে তিন দলকে নিয়ে অনুষ্ঠিত হতো ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। সেটিকে বাদ দিয়েই মূলত নারী আইপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিসিআই। শুরুতে ৬ দলের কথা শোনা গেলেও ক্রিকইনফো জানিয়েছে, ৫ দল নিয়ে হবে নারী আইপিএল।
-নট আউট/এমআরএস
নারী আইপিএলঃ একাদশে ৫ জন বিদেশি ক্রিকেটার রাখার সু...
আগামীবছর শুরু হতে যাচ্ছে নারী আইপিএল। এই খবর অবশ্য পুরনো। নতুন খবর হচ্ছে প্রথম আসরে প...

নারী আইপিএলে চ্যাম্পিয়ন মুম্বাই
আইপিএলের সবচেয়ে সফলতম দলটির নাম মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচবার তারা আইপিএলের শিরোপা উঁচি...

নারী আইপিএলের পর্দা উঠছে আজ
পাঁচটি ফ্র্যাঞ্চাইজি লিগ পর্বে চারটি করে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে। লিগ পর্বের পর...

আপনার মূল্যবান মতামত দিন: