আরব আমিরাত নয়, শ্রীলংকার পর পছন্দের ভেন্যু বাংলাদেশ
প্রকাশিত: ২০ মে ২০২২ ১০:২২

নিউজ ডেস্ক: করোনার পর অর্থনৈতিক সংকটে অনিশ্চিত এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াইয়ের প্রতিযোগীতা৷ আসন্ন এশিয়া কাপ শ্রীলংকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ঝুলে রয়েছে দেশটির সার্বিক পরিস্থিতির উপর৷ তবে কোন কারনে আর বিলম্ব করতে চায়না আয়োজক কমিটি৷ তাই কোন কারনে শ্রীলংকায় আয়োজন করা সম্ভব না হলে তা হতে পারে বাংলাদেশে৷
কয়েক দিন আগে এশিয়া কাপ আয়োজনে নিজেদের ইচ্ছের কথা জানিয়েছিল বাংলাদেশ। এখানে আরেকটা বিকল্প দেশ হিসেবে আছে সংযুক্ত আরব আমিরাত।
২০১৮ সালের এশিয়া কাপও হয়েছিল দেশটিতে। তবে এবার এখানে হওয়া সম্ভব নয়, এমনটিই জানিয়েছেন এসিবির এক কর্মকর্তা।
পাকিস্তানি এক সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘ এই মুহূর্তে বাংলাদেশই শুধু একটা বিকল্প আর এসিসি শ্রীলঙ্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে। আগস্টের শেষদিকে অথবা সেপ্টেম্বরের শুরুতে সংযুক্ত আরব আমিরাত কোনোভাবেই বিকল্প হতে পারে না। ’
চলতি বছরের আগস্টের ২৭ তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবারের এশিয়া কাপের, ফাইনাল হওয়ার কথা। টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলার কথা রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদশের।
-নট আউট/এমআরএস
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: