ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপ আয়োজনের জন্য প্রস্তুত শ্রীলঙ্কা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ জুলাই ২০২২ ২১:২২

এশিয়া কাপ৷ ছবি সংগৃহীত এশিয়া কাপ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: করোনা মহামারির কারনে পিছিয়ে যাওয়া এশিয়া কাপ চলতি বছর আয়োজনের সিদ্ধান্ত হয় শ্রীলংকায়৷ তখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ দেশটি ভয়াবহ আর্থিক সঙ্কটে পড়ার কারনে শঙ্কা জেগেছিল নতুনভাবে৷ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আয়োজন করে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছে এই দ্বীপ দেশটি।

এশিয়া কাপ আয়োজনের প্রত্যাশার কথা জানিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব মোহন ডি সিলভা জানিয়েছেন, 'এটা ঘোষণা করার সিদ্ধান্ত আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ওপর ছেড়ে দেব। আমাদের বোর্ড সভাপতি শাম্মি সিলভা এসিসির সভাপতি জয় শাহকে আমাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন।'

এরই মধ্যে টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল। এর ফলে নিজেদের দেশেই এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ আগস্ট থেকে এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় এই মহাযজ্ঞ মাঠে গড়াবে।

আয়োজক শ্রীলঙ্কা ছাড়াও এশিয়া কাপে অংশ নেবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ। এ ছাড়া আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর ও হংকং এশিয়া কাপের বাছাই পর্বে অংশ নেবে। এখান থেকে মূল আসরে জায়গা পাবে একটি দল।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...