ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শ্রীলঙ্কায় নয়, এশিয়া কাপ বসবে আরব আমিরাতে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২২ ০৫:৪৫

এশিয়া কাপের সবশেষ আসরের চ্যাম্পিয়ন ভারত। ফাইল ছবি এশিয়া কাপের সবশেষ আসরের চ্যাম্পিয়ন ভারত। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আর্থিক সংকটে ডুবে আছে শ্রীলঙ্কা। বৈদেশিক ঋণ, চরম অর্থ সংকট বয়ে এনেছে রাজনৈতিক অস্থিরতা। ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা। এমন অস্থির পরিস্থিতিতে বহুজাতিক টুর্নামেন্ট আয়োজন করা খুবই কঠিন। তারপরও নির্ধারিত সূচিতে এশিয়া কাপ আয়োজনে আত্মবিশ্বাসী ছিল শ্রীলঙ্কা। তবে শেষ পর্যন্ত সেটি দেখল না আলোর মুখ।

অস্থির এই পরিস্থিতির মাঝেও থেমে নেই দেশটির ক্রিকেট। ক'দিন আগেই সফলভাবে অস্ট্রেলিয়া দলকে দিয়েছে আতিথেয়তা। বর্তমানে পাকিস্তান দলও অবস্থান করছে লঙ্কায়। তবে এক দুটি দলকে আমন্ত্রণ জানিয়ে সিরিজ আয়োজন আর পাঁচ-ছয়টি দলকে নিয়ে গোটা একটা এশিয়া কাপ আয়োজনে রয়েছে বিস্তর ফারাক। দেরিতে হলেও সেটা অনুধাবন করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। নানা প্রতিবন্ধকতার মুখে তাই এশিয়া কাপের আসন্ন আসরটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয়েছে।

মরুর দেশ আরব আমিরাতে বসবে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের আসর। তবে টুর্নামেন্টটির আয়োজক দেশ হিসেবেই থাকবে শ্রীলঙ্কা। আরব আমিরাতে দুটি শহর, দুবাই ও শারজাহতে অনুষ্ঠিত হবে পুরো এশিয়া কাপ। সব ঠিক থাকলে আগস্টের ২৭ তারিখ থেকে সেপ্টেম্বরের ১১ তারিখ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। জরুরি বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এই প্রসঙ্গে লঙ্কান বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেছেন, ‘দুটি দলকে আমন্ত্রণ জানানো দশটি দলের আয়োজক হওয়ার মতো নয়। জ্বালানি ভর্তি দশটি বাস তাদেরকে দিতে হবে। প্রতিটি দলকে জ্বালানিসহ লাগেজ ভ্যান দিতে হবে এবং পরিচালকদের জন্য পরিবহন দিতে হবে। স্পন্সরদের পরিবহন দিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তারা ভ্রমণ ভাতা পাচ্ছে যা তাদের স্পন্সরশিপ থেকে দিতে হবে। ফ্লাডলাইট চালানোর জন্য জেনারেটরের জ্বালানিও খুঁজে বের করতে হবে।’

উল্লেখ্য, ২০১৮ সালের সবশেষ এশিয়া কাপের আসরটিও বসেছিল আরব আমিরাতে। তবে সেবার ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন করা হলেও, এবার সেটা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই আসরে অংশ নিবে ৬টি দেশ। যেখানে সরাসরি এশিয়া কাপ টেস্ট খেলুড়ে পাঁচ দেশ যথাক্রমে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তান। এছাড়া ষষ্ঠ দল হিসেবে এশিয়া কাপ খেলতে কোয়ালিফায়ারে লড়বে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও আরব আমিরাত।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...