এশিয়া কাপ আয়োজন ছেড়ে দেওয়ার কারন জানাল শ্রীলংকা
প্রকাশিত: ২২ জুলাই ২০২২ ০৪:২৮

এশিয়া কাপ৷ ছবি সংগৃহীত
এশিয়া কাপ৷ ছবি সংগৃহীতনট আউট ডেস্ক: শ্রীলংকায় দূর্বিষহ আবস্থা চলমান থাকলেও ক্রিকেট চালিয়ে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড৷ এশিয়া কাপের ১৫ তম আসর আয়োজনে ছিল বেশ আত্মবিশ্বাসী৷ মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ২ মিলিয়ন ইউএস ডলার আয় করেছিল দেশটির ক্রিকেট বোর্ড৷ তবে শেষ পর্যন্ত আয়োজন ছেড়ে দিতে বাধ্য হয়েছে৷ লঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ্য থেকে জানানো হয়েছে আয়োজন ছেড়ে দেওয়ার কারন৷
লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। জানিয়েছেন, এশিয়া কাপ আয়োজন করতে হলে ছয়টি দলের জন্য অন্তত বারোটি টিম বাসের দরকার পড়বে। সেই সঙ্গে তাদের ক্রিকেট কিটস বহনের জন্য প্রয়োজন বাড়তি গাড়ির।
বিজ্ঞাপন

undefined
তিনি আরও যোগ করেন, এ ছাড়া ম্যাচ অফিসিয়ালস, ব্রডকাস্টারদের জন্যও একাধিক গাড়ির ব্যবস্থা করতে হবে। এত গাড়ির জন্য যে জ্বালানি তেলের দরকার, তা এ মুহূর্তে সরবরাহ করা তাদের জন্য চ্যালেঞ্জিং, 'আমাদের এখানে এখন জ্বালানি তেলের সংকট চলছে। এ অবস্থায় এশিয়া কাপ আয়োজন করতে গেলে অনেকগুলো গাড়ির প্রয়োজন পড়বে। সেই গাড়িগুলোর জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করাটা সত্যিকার অর্থেই আমাদের জন্য চ্যালেঞ্জিং।’
এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরে আসার সিদ্ধান্তটি শুক্রবার (২২ জুলাই) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। অতীতে উপমহাদেশের যে কোনো ক্রিকেট আসর আয়োজনের সমস্যা দেখা দিলেই এগিয়ে এসেছে আরব আমিরাত। এবারও তারাই আয়োজনের আগ্রহ দেখিয়েছে।
-নট আউট/এমআরএস
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: