এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
প্রকাশিত: ৩ আগস্ট ২০২২ ০৩:৫২

নট আউট ডেস্কঃ আগামী ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসরের। ফাইনালের মধ্য দিয়ে যার পর্দা নামবে আগামী ১১ সেপ্টেম্বর।
এবার এশিয়া কাপের ১৫তম আসরের সময়সূচী প্রকাশ করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে উদ্বোধনী দিনে মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা ও আফগানিস্তান। একদিন পরে দুবাইতে অনুষ্ঠিত হবে ভারত বনাম পাকিস্তান মহারণ। এদিকে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ লড়বে আফগানিস্তানের বিপক্ষে।
৯ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ১৫তম আসর। বাছাই পর্বের বাধা টপকে মূল পর্বে জায়গা করে নিবে একটি দল। যেখানে লড়বে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর এবং হংকং। এছাড়া সরাসরি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে টেস্ট খেলুড়ে পাঁচ দেশ বাংলাদেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
সবশেষ ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ হলেও, এবার টি-টোয়েন্টি ফরম্যাট অনুষ্ঠিত হবে। দুটি গ্রুপে ভাগ হয়ে মূল পর্বে লড়বে ছয়টি দল। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল খেলবে সুপার 'ফোরে’। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ছাড়াও বাছাই পর্বের বাধা টপকে আসা একটি দল খেলবে গ্রুপ ‘এ’-তে। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান।
এশিয়া কাপের গ্রুপ পর্বের সূচি:
তারিখ | দল | ভেন্যু |
২৭ আগস্ট | শ্রীলঙ্কা-আফগানিস্তান | দুবাই |
২৮ আগস্ট | ভারত-পাকিস্তান | দুবাই |
৩০ আগস্ট | বাংলাদেশ-আফগানিস্তান | শারজাহ |
৩১ আগস্ট | ভারত-কোয়ালিফাই খেলে আসা | দুবাই |
০১ সেপ্টেম্বর | বাংলাদেশ - শ্রীলঙ্কা | দুবাই |
০২ সেপ্টেম্বর | পাকিস্তান -কোয়ালিফাই খেলে আসা | শারজাহ |
-নট আউট/টিএ
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: