শাহিন আফ্রিদির বদলি খুঁজে পেল পাকিস্তান
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ০০:৩৯

নট আউট ডেস্কঃ চোটের কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে গেছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। তিন ফরম্যাটেই দুর্দান্ত বোলিং করা এই বাঁহাতি পেসারের সার্ভিস এশিয়া কাপে না পাওয়া, স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে অধিনায়ক বাবর আজমের। এবার এই তারকা পেসারের বদলি খুঁজে পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের তরুণ পেসার মোহাম্মদ হাসনাইন দলে ডাক পেয়েছেন শাহিনের বদলি হিসেবে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। এর আগে সবশেষ গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের জার্সিতে মাঠে নেমেছিল হাসনাইন। এরপর অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন এই পেসার। তবে অ্যাকশন শুদ্ধ করেই ফের ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। এবার ডাক পেলেন জাতীয় দলে।
এদিকে ডান হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ায় এশিয়া কাপ ছাড়াও আসন্ন ইংল্যান্ড সিরিজ থেকেও ছিটকে গেছেন শাহিন আফ্রিদি। চোটের সারিয়ে উঠতে এই তারকা পেসারকে ৪ থেকে ৬ সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া পিসিবি'রভমেডিকেল বিভাগ থেকে। সব ঠিক থাকলে নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ দিয়েই ফের বাইশ গজের লড়াইয়ে ফিরবেন শাহিন।
উল্লেখ্য, পাকিস্তানের জার্সিতে এখন পর্যন্ত ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন মোহাম্মদ হাসনাইন। প্রায় ৩১ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। এই মূহুর্তে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে ওভালের হয়ে মাঠ মাতাচ্ছেন হাসনাইন।
২৭ আগস্ট দুবাইতে শুরু হবে এবারের এশিয়া কাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের আসর আয়োজিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। টুর্নামেন্টে পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ২৮ আগস্ট মাঠে নামবে।
পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হ্যারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন, শাহনেওয়াজ দাহানি ও উসমান কাদির।
-নট আউট/টিএ
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: