গোড়ালির চোটে এশিয়া কাপ শেষ চামিরার
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ০৪:০৯

নট আউট ডেস্কঃ আগামী শনিবার দুবাইয়ে পর্দা উঠবে এশিয়া কাপের পঞ্চদশ আসরের। উদ্বোধনী দিনেই মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা। তবে এশিয়া কাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল স্বাগতিকরা। গোড়ালির ইনজুরিতে, এশিয়া কাপ থেকে ছিটকে গেছে দলটির তারকা পেসার দুশমেন্থ চামিরা। এক বিবৃতিতে আজ (সোমবার) বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
বিবৃতিতে লঙ্কান বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এশিয়া কাপের জন্য ঘোষিত ২০ সদস্যের দল থেকে ছিটকে গেলেন দুশমেন্থ চামিরা। অনুশীলনের সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। তার পরিবর্তে স্ট্যান্ডবাই তালিকায় দলে নেওয়া হয়েছে নুয়ান থুশারাকে।’
এর আগে গত শনিবার চামিরাকে দলে রেখেই এশিয়া কাপের দল ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। যদি শর্ত জুড়ে দেওয়া ছিল, সম্পূর্ণ ফিট হলেই মিলবে এই পেসারের এশিয়া কাপ খেলার টিকিট। প্রাথমিকভাবেও ধারনা করা হচ্ছিল যথাসময়ে সেরে উঠবেন এই পেসার। তবে সেরে উঠতে সময় লাগায়, শেষ পর্যন্ত এশিয়া কাপ থেকেই ছিটকে গেলেন তিনি।
চামিরার অনুপস্থিত এশিয়া কাপে বেশ ভালোই ভুগতে হবে লঙ্কানদের। কেননা চোটের কারণে আগেই ছিটকে গেছেন বিনুরা ফার্নেন্দো ও কাসুন রাজিথা। তাই অনভিজ্ঞ পেস বোলিং ইউনিট নিয়েই দুবাইয়ের বিমান ধরতে হচ্ছে শ্রীলঙ্কানদের। তবে দলটির শক্তির জায়গা মূলত স্পিন বিভাগ। যেখানে রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসিনা, প্রবীণ জয়াবিক্রমার মতো তারকা স্পিনার।
আগামী ২৭ আগস্ট উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এরপর ১ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করবে স্বাগতিকরা।
শ্রীলঙ্কা এশিয়ার কাপ স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলেকা, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, চারিথা আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, আসেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসেনা, জেফরি ভান্ডার্সে, প্রবিন জয়াবিক্রমা, বিনুরা ফার্নেন্দো, চামিকা করুনারত্নে, দিলশান মধুশঙ্কা, মাতিশা পাথিরানা ও কাসুন রাজিথা।
স্ট্যান্ডবাই: দীনেশ চান্দিমাল, নুয়ান থুশারা ও নুয়ান্দু ফার্নেন্দো।
01) দিনেশ চান্দিমাল
02) নুওয়ানিদু ফার্নান্দো
03) নুয়ান থুশারা
-নট আউট/টিএ
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: