ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপ ২০২২

দীর্ঘ হচ্ছে ইনজুরি মিছিল!

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ২০:৩৩

ফাইল ছবি। ফাইল ছবি।

মশিউর রহমান শাওনঃ আসন্ন এশিয়া কাপ শুরুর আগেই ইনজুরিতে গুরুত্বপূর্ণ সদস্যদের হারিয়ে বিপাকে দলগুলো। চলতি মাসের ২৭ তারিখ সংযুক্ত আরব আমিরাতে শ্রীলংকা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ১৫তম আসরের। ইতমধ্যে ইনজুরির কারনে বাংলাদেশ,ভারত,পাকিস্তান ও আয়োজক শ্রীলংকা এই চার দলের গুরুত্বপূর্ণ ৯ খেলোয়াড় মিস করতে যাচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে এবারের আসর। যাদের অধিকাংশই হতে পারতো দর্শকদের প্রশান্তি ও দলকে শ্রেষ্ঠ করার কারিগর। খেলোয়াড়দের ইনজুরি জটিলতায় কোন দল হিমশিম খেয়েছে দল সাজাতে, আবার কোন দলকে পরিবর্তন আনতে হচ্ছে পরিকল্পনায়। 

 

বাংলাদেশঃ এশিয়া কাপ স্কোয়াড ঘোষণার আগেই ইনজুরিতে পড়েছিলেন লিটন দাস, নুরুল হাসান সোহান ও ইয়াসির রাব্বি। এই তিন ক্রিকেটারের ইনজুরি দল সাজাতে নির্বাচকদের চিন্তা বাড়িয়েছিল শতভাগ। সোহানকে স্কোয়াডে রাখা হলেও ইনজুরির গভীরতায় লিটন, রাব্বিকে ছাড়াই দল দেওয়া হয়েছিল। ফিটনেস ইস্যুতে শেষ পর্যন্ত খেলা হচ্ছে না সোহানেরও। এছাড়া গোড়ালির চোটে আসর শুরুর সপ্তাহ খানিক আগে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ।

 

ভারতঃ এশিয়া কাপ ইতিহাসের সেরা দলটি এবার অন্যতম সেরা পেসারকে ছাড়াই শুরু করবে শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই। ইনজুরির কারনে স্কোয়াডে সুযোগ হয়নি জসপ্রীত বুমরাহর। ফলে পেস বিভাগে কিছুটা দূর্বলতা রয়ে গেছে তাদের। তবে প্রসঙ্গ যখন ভারতীয় দল, তখন শোক শক্তিতে পরিণত হতে খুব একটা সময় নাও লাগতে পারে।  

আরও পড়ুনঃ এক নজরে পাঁচ দলের স্কোয়াড

পাকিস্তানঃ বর্তমান সময়ে পাকিস্তানের পেস বিভাগের মূল দায়িত্বে থাকা শাহিন শাহ আফ্রিদি ছিটকে গেছেন এশিয়া কাপ দল থেকে। আগামী ২৮ অগাস্ট মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সেই ম্যাচ ঘিরে আফ্রিদিকে নিয়ে বড় ধরনের স্বপ্ন বুনেছিল ম্যানেজম্যান্ট ও দেশটির মানুষজন। কেননা গেল বছর বিশ্বকাপে ভারতের বিপক্ষে কঠিন ভয়ঙ্কর বল করেছিলেন এই বাঁহাতি পেসার। এছাড়াও এবারে দলকে শ্রেষ্ঠ করতেও রাখতে পারতেন বড় ভূমিকা। মূল হাঁটুর চোট থেকে সুস্থ না হওয়ায় তিনি মিস করবেন এবারের আসর।  

 

শ্রীলংকাঃ  এশিয়া কাপের আয়োজনের দায়িত্বে থাকা শ্রীলংকা নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে সবার শেষে। ইনজুরি তালিকায় সবার শেষে যোগ হয়েছে দলটির পেসার দুশমেন্থ চামিরার নাম। মূলত গোড়ালির চোটে ছিটকে গেছেন তিনি। এছাড়াও এসএলসি ইনভাইটেশনাল টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে চোটে পড়া দুই ক্রিকেটার  এই দুই ক্রিকেটার বিনুরা ফার্নান্দো এবং কাসুন রাজিথাকে রাখা হয়নি স্কোয়াডে। 

 

মূল পর্ব নিশ্চিত করা পাঁচ দলের মধ্যে চার দলেই পড়েছে ইনজুরি জটিলতায়। নতুন করে আর কেউ এই তালিকায় যোগ না হলে তা নিশ্চয়ই মঙ্গলজনক। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...