ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

পাকিস্তানের বিপক্ষে শতক হাঁকানোর অপেক্ষায় কোহলি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২ ০৮:২৩

বিরাট কোহলি। ফাইল ছবি বিরাট কোহলি। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ রোববার শুরু হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের এশিয়ান শ্রেষ্ঠত্বের মিশন। উদ্বোধনী ম্যাচেই তারা লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। সবশেষ গত টি-টোয়েন্টির বিশ্ব আসরে একে অপরের মুখোমুখি হয়েছিল দুদল। সেই দেখায় বাবর-রিজওয়ানে ব্যাটে ১০ উইকেটের জয় পায় পাকিস্তান। 

দুই দেশের ক্রিকেট সমর্থক থেকে শুরু করে সাবেকরা স্বাভাবিকভাবেই বেশ মুখিয়ে এই ম্যাচ ঘিরে। অধির আগ্রহে অপেক্ষা করছে আরেকবার ভারত-পাকিস্তান দৌরাত্ম দেখতে। আর এমন একটা ম্যাচেই দারুণ এক মাইলফলক স্পর্শ করার সামনে দাঁড়িয়ে ভারতীয় তারকা বিরাট কোহলি। বিশ্বের ১৪তম ক্রিকেটার হিসেবে শততম টি-টোয়েন্টি খেলে ফেলবেন তিনি। 

আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৯৯টি টি-টোয়েন্টি খেলেছেন বিরাট কোহলি। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শতক ছোঁয়ার হাতছানি তার সামনে। এর আগে অধিনায়ক রোহিত শর্মা ভারতীয়দের মধ্যে সবার আগে ছুঁয়েছেন শত ম্যাচের গণ্ডি। এখন পর্যন্ত এই ফরম্যাটে রোহিত খেলেছেন ১৩২টি ম্যাচ। যা টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। 

৯৯ টি-টোয়েন্টি খেলা কোহলি এখন পর্যন্ত প্রায় ৫০ এর বেশি গড়ে রান করেছেন ৩৩০৮। সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস খেলা কোহলি খেলেছেন ৩০টি পঞ্চাশোর্ধ রানের ইনিংসও। এছাড়া বল হাতেও নিয়েছেন ৪টি উইকেট। সব ঠিক থাকলে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষেই নিজের শততক টি-টোয়েন্টি খেলতে নামবেন বিরাট কোহলি। 

 

-নট আউট/টিএ

 

 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...