ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করল হংকং

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ ১৯:৪৪

আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়েছে হংকং। ছবি: এসিসি আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়েছে হংকং। ছবি: এসিসি

নট আউট ডেস্কঃ এশিয়া কাপের মূল পর্বে উঠার দৌড়ে ছিল আরব আমিরাত ও কুয়েত। তবে হংকংয়ের জন্য কাজটা ছিল সহজই। আগের দুই ম্যাচ জিতে এক পা দিয়েই রেখেছিল দলটি। এদিন কেবল আরব আমিরাতকে হারালেই হংকংয়ের সামনে সুযোগ ছিল মূল পর্বে খেলার।

ওমানের আল আমেরাত স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করা আরব আমিরাতকে ১৪৭ রানেই গুটিয়ে দেয় হংকংয়ের বোলাররা। জবাবে ব্যাটারদের দাপুটে ব্যাটিংয়ে, ১ ওভার ও ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় হংকং। ফলে কোয়ালিফায়ারে শতভাগ জয়ে মূল পর্বে উঠেছে দলটি। মূল পর্বে গ্রুপ ‘এ’-তে জায়গা পাওয়া হংকং প্রতিপক্ষ হিসেবে পেয়েছে টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট দুই দল ভারত ও পাকিস্তানকে।

আরব আমিরাতের করা ১৪৭ রান টপকাতে নেমে, দুই ওপেনার নিযাকাত খান ও ইয়াসিম মুর্তাজার ব্যাটে শুভ সূচনা করে। ওপেনিং জুটিতেই এই দু'জন গড়ে দেন জয়ের ভিত। নিযাকাত একপ্রান্তে ওয়ানডে মেজাজে রান তুললেও অন্যপ্রান্তে ঝড় তোলেন মুর্তাজা। উদ্বোধনী জুটিতেই এই দু'জন যোগ করেন ৮৫ রান। ৩৯ বলে ৩৯ রান করা নিযাকাতের বিদায়ে ভাঙে এই জুটি। 

এরপর হায়াতকে নিয়ে দলীয় সংগ্রহ একশ পার করান মুর্তাজা। হাফ সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। এরপর এই দু'জনের ব্যাটেই জয়ের পথে থাকে হংকং। তবে দলীয় ১১৬ রানের মাথায় মুর্তাজাকে ফিরিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে আরব আমিরাত। ৭ চার ও ১ ছক্কায় ৪৩ বলে ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করে ফিরেন মুর্তাজা। এরপর হায়াতের ঝড়ো ব্যাটিংয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় হংকং। 

১ চার ও ৩ ছক্কায় ২৬ বলে আনবিটেন ৩৮ রানের ইনিংস খেলেন হায়াত। কেডি শাহ করেন ৬ রান। হংকং মূল পর্বে উঠায়, বাদ পড়েছেন কুয়েত ও আরব আমিরাত। এছাড়া তিন ম্যাচেই তিন হারে তলানিতে থেকেই এশিয়া কাপের মিশন শেষ করেছে সিঙ্গাপুর। 

এর আগে টস হেরে ব্যাট করা আরব আমিরাত, নির্ধারিত ওভারের তিন বল আগেই ১৪৭ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান আসে রিজওয়ানের ব্যাট থেকে। এছাড়া যাওয়ার ফরিদ খেলেন ২ চার ও ৩ ছক্কায় ২৭ বলে ঝড়ো ৪১ রানের ইনিংস। ওপেনার মুহাম্মদ ওয়াসেম খেলেন ১৮ রানের ইনিংস। হংকংয়ের পক্ষে একাই ৪ উইকেট শিকার করেন ইহসান খান, হয়েছেন ম্যাচসেরাও৷ এছাড়া আয়ুস সুকলা নেন ৩টি উইকেট। আইজাজ খানের শিকার ২টি উইকেট। 

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...