ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

অনুশীলন সূচিতে অবাক, নতুনত্ব আনতে চান শ্রীরাম

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২ ২২:২৯

টাইগারদের অনুশীলন৷ ফাইল ছবি টাইগারদের অনুশীলন৷ ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের। টুর্নামেন্টের শুরু থেকে আয়োজক শ্রীলঙ্কা ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বিপাকে ফেলেছে বাংলাদেশ দলকে। বাড়তি গুরুত্ব দেয়া হচ্ছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে।


বিশেষ করে অনুশীলন সূচিতে বাংলাদেশ ও আফগানিস্তানকে অবহেলাই করছে এসিসি। বড় তিনটি দলই অনুশীলন করছে স্থানীয় সময় বিকেল ৪টা থেকে। আইসিসি একাডেমিতে অনুশীলনের জন্য বাংলাদেশ জায়গা পাচ্ছে সবার পরে। স্থানীয় সময় রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুশীলন করছে টাইগাররা।


এসিসির এমন অনুশীলন সূচিতে বিস্মিত বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম। গতকাল সংবাদ সম্মেলনে আমিরাতের গরম ও অনুশীলন সম্পর্কে এই ভারতীয় কোচ বলেছেন, ‘এটা আমাদের প্রথম আউটডোর সেশন। আমাদের প্রথম সত্যিকারের অনুশীলন সেশন। যদিও অনুশীলনের জন্য রাত ৯টা থেকে ১১টা একটু অদ্ভুত সময়। সাধারণত এই সময়ে আমরা অনুশীলন করি না।’


বিসিবি নিশ্চিতভাবেই আপত্তি জানাতে পারেনি এ বিষয়ে। তেমন সাংগঠনিক দক্ষতাই নেই বিসিবির। তবে নিজের বিস্ময় গোপন করেননি শ্রীরাম।


প্রাথমিক সূচিতে একদিন অনুশীলনের পর বাংলাদেশ দলের বিশ্রাম ছিল দুইদিন। ম্যাচের আগে ২৮ ও ২৯ আগস্ট অনুশীলন ছিল। কিন্তু গতকাল বিসিবি জানিয়েছে, শুক্রবার রাতেও ৯টা থেকে ১১টা পর্যন্ত আইসিসি একাডেমিতে অনুশীলন করবেন সাকিব-মুশফিকরা।

ভারতের সাবেক ক্রিকেটার শ্রীরাম, কোচিং করিয়েছেন ভারতে ও অস্ট্রেলিয়া। নিজের অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে চান তিনি, ‘অস্ট্রেলিয়া ও আইপিএলে আমার অর্জিত টি-টোয়েন্টির কোচিং অভিজ্ঞতা কাজে লাগানোটা পরিকল্পনা। আমি আমার ভূমিকা সম্পর্কে পরিষ্কার। আমি বলছি না যে দলটাকে আমি নেতৃত্ব দিচ্ছি। আমি কেবল সবগুলো বিষয়কে সমন্বয় করবো।’


টি-২০তে বাংলাদেশের অতীতের ব্যর্থতা, টানা হার নিয়ে ভাবতে চান না শ্রীরাম। নতুনত্ব আনা, নতুন শুরুতেই মনোযোগী তিনি, ‘আমি একদম নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছি। আমি পুরোনো কিছু আনছি না, এভাবে দেখছি না যে বাংলাদেশ টি-টোয়েন্টি খারাপ করে। আমার দৃষ্টিভঙ্গিটা নতুন। আমি নিজের ভাবনা ও নতুন শক্তি নিয়ে কাজ করতে চাই যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাজে লাগবে।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...