ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

পাক বিগ্রেড প্রস্তুত কোহলিদের ধ্বংস করতে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ২০:৪০

পাকিস্তানের ভরসা পেস ত্রয়ী। ফাইল ছবি পাকিস্তানের ভরসা পেস ত্রয়ী। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আরও একবার পাক ভারত মহারণ। ক্রিকেট বিশ্বের কোটি সমর্থক বুদ হয়ে আছে এই ম্যাচটি ঘিরে। আগামীকাল (রবিবার) সন্ধ্যায় মুখোমুখি হবে রোহিত শর্মার ভারত ও বাবর আজমের পাকিস্তান। এই ম্যাচ নিয়ে উত্তেজনার কমতি নেই কারো মাঝেই। কথার লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় একবিন্দুও।

এবার এশিয়া কাপ মিশন শুরুর আগে ভারতসহ বাকি প্রতিপক্ষদের হুমকি দিলেন পাকিস্তানের হেড কোচ সাকলাইন মুস্তাক৷ তিনি জানিয়েছেন, শুধু ভারত বলে নয়, যে কোনও প্রতিপক্ষকেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রয়েছে পাক ব্রিগেডের। সাকলায়েনের এই কথা যেন আগুনে ঘি ঢালার মতোই।

সাকলায়েন মুস্তাক বলেছেন, ‘গত কয়েক বছর ধরে পাকিস্তান টিমের পরিকল্পনা এবং চাহিদা মতো কাজ করে আসছে এই তিন বোলার। হেড কোচ হিসেবে আমি এবং গোটা কোচিং স্টাফের এদের দক্ষতার উপর ভরসা রয়েছে। শাহিন আক্রমণের নেতৃত্বে থাকে। এদের মধ্যেও পরিস্থিতি অনুযায়ী ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে।’

চোটের কারণে নেই দলের দলের তারকা পেসার শাহিন আফ্রিদি। এই তারকা পেসারের অনুপস্থিতিতে পাকিস্তান কোচের ভরসা নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন ও হ্যারিস রউফরাই। প্রতিপক্ষকে ধ্বংস করে দিতে এই পেস ত্রয়ী দিয়েই চক আঁকচেন পাকিস্তান কোচ।

তিনি আরও বলেছেন, ‘নাসিম শাহ, মোহম্মদ হাসনাইন এবং হ্যারিস রউফ যে কোনও টিমের ব্যাটিং অর্ডারকে ধ্বংস করে দিতে পারে। ভালো আবহাওয়া খেলায় আমাদের আরও সাহায্য করবে।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...