মরুর বুকে এশিয়া কাপের পর্দা উঠছে আজ
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ২০:৫২

নট আউট ডেস্কঃ এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলংকায়। তবে শেষ পর্যন্ত শ্রীলংকা আয়োজক থাকলেও খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে। ২৭ অগাস্ট (শনিবার) বাংলাদেশ সময় রাত ৮ টায় শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে ছয় দলের শ্রেষ্ঠত্বের লড়াই।
ছয় দলের এই টুর্নামেন্টে দুটি গ্রুপ। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান আর বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং। ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুই গ্রুপ থেকে সেরা দুই দলকে নিয়ে হবে সুপার ফোরের লড়াই। সেখান থেকে সেরা দুই দল যাবে ফাইনালে।
শ্রীলংকা-আফগানিস্তান দুই দলেই চাপ নিয়েই খেলতে নামবে। কেননা নিজেদের শেষ ৯ ম্যাচে শ্রীলংকা জিতেছে মাত্র দুইটিতে। অপরদিকে আয়ারল্যান্ডের কাছে কয়েকদিন আগেই সিরিজ হেরেছে আফগানিস্তান। তবে দুই দলেই রয়েছে বেশ কয়েকজন ম্যাচ বদলে দেওয়ার কারিগর।
সংযুক্ত আরব আমিরাতে শারজা ক্রিকেট স্টেডিয়ামকে আফগানিস্তানের দ্বিতীয় ঘর বললেও মোটেও ভুল হবে না। কেননা এই মাঠেই তারা নিয়মিত অনুশীলন ও ম্যাচ খেলে। সেদিক থেকে শ্রীলংকার চেয়ে কিছুটা এগিয়ে থাকবে দলটি। এছাড়াও সেখানকার গরম আবহাওয়া আলদা প্রভাব রাখবে ম্যাচ জুড়ে।
-নট আউট/এমআরএস
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: