ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

মানসিকভাবে বিপর্যস্ত কোহলি, হতাশায় দিয়েছেন ‘ডুব’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ ০৭:২৫

বিরাট কোহলি। ফাইল ছবি বিরাট কোহলি। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ব্যাট হাতে লম্বা সময় ধরে রানের মধ্যে নেই ভারতীয় তারকা বিরাট কোহলি। এই নিয়ে মাঠ কিংবা মাঠের বাইরে, সবখানেই চলছে কোহলির আলোচনা-সমালোচনা। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত এই ভারতীয় তারকা। একটা সময় সেঞ্চুরিকে ডাল ভাত বানিয়ে ফেলেছিলেন বিরাট কোহলি। অথচ গত ১ হাজারেরও বেশি দিন ধরে বাইশ গজে সেঞ্চুরির দেখা পায়নি এই ভারতীয় তারকা। তাতেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি।

ফর্মহীনতা কোহলিকে এমনভাবে ছেপে ধরেছে, হতাশায় ডুব দিয়ে ব্যাট হাতে নেয়নি টানা এক মাস। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে এমন কথাই বলতে শোনা গেছে স্বয়ং কোহলির কন্ঠে। গত আইপিএলের পর ইংল্যান্ড সফরেই সবশেষ খেলেছিলেন কোহলি। এরপর বিশ্রামে ছিলেন ক্যারিবীয় সফরে, বিশ্রামে ছিলেন জিম্বাবুয়ে সফরেও। এই সময়টা ব্যাট-বলের সংস্পর্শে বিন্দুমাত্র আসেননি কোহলি।

সম্প্রতি স্টার স্পোর্টসে একটি ভিডিওতে কোহলি বলেছেন, ‘গত ১০ বছরের মধ্যে প্রথম বার আমি এক মাস আমার ব্যাট স্পর্শ করিনি। আমি বুঝতে পেরেছিলাম যে, সম্প্রতি আমার খেলার গতি হারিয়ে ফেলেছি। আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে, আমার গতি ছিল। কিন্তু শরীর থামতে বলছে। মন আমাকে বিরতি নিতে বলেছিল।’

এছাড়া কোহলি দিয়েছেন আরও কিছু চাঞ্চল্যকর তথ্যও। জানিয়েছেন, এই খারাপ সময়টা তাঁকে শিখিয়েছে অনেক কিছু। তিনি আরও বলেছেন, ‘আমাকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখা হয়, যে মানসিক  ভাবে খুব শক্তিশালী। কিন্তু প্রত্যেকেরই একটি সীমাবদ্ধতা আছে এবং আপনাকে সেই সীমাটি চিনতে হবে, অন্যথায় জিনিসগুলি আপনার জন্য অস্বাস্থ্যকর হতে পারে। এই সময়টা আমাকে অনেক কিছু শিখিয়েছে। যেটা আমি বুঝতে পারছিলাম না।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...