ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

আফগানদের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ ০৮:৫৬

দুর্দান্ত জয় পেয়েছে আফগানিস্তান। গেটি ইমেজ দুর্দান্ত জয় পেয়েছে আফগানিস্তান। গেটি ইমেজ

স্পেশাল করেসপন্ডেন্টঃ শঙ্কা কম বেশি ছিল। কিন্তু যা ঘটল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাতে, সেটি নিশ্চিতভাবেই শ্রীলঙ্কার দূরতম কল্পনাতেও ছিল না।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। ব্যাটে-বলে শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়েছে এশিয়ার উদীয়মান দেশটি। একই সঙ্গে টুর্নামেন্টের অন্যসব দলকেও বার্তা দিয়ে দিল আফগানরা। নবীশ আকৃতি খুলে ফেলেছে তারা। এখন চোখে চোখ রেখে লড়াই করা, নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর মতো শক্তিধর দল আফগানিস্তান।

দুবাইয়ে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাজিত করেছে আফগানিস্তান। এই জয়ে ‘বি’ গ্রুপের অপর দল বাংলাদেশের জন্যও কঠিন সময় অপেক্ষা করছে। আহত লঙ্কানরা ১ সেপ্টেম্বর খেলবে বাংলাদেশের বিপক্ষে। তার আগে ৩০ আগস্ট আফগানদের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল।

শনিবার টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান মোহাম্মদ নবী। ১৯.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। রশিদ খান, মুজিবরা বোলিংয়ে আসার আগেই লঙ্কান ব্যাটিং লাইনকে শশ্মান বানিয়ে ফেলেন বাঁহাতি পেসার ফারুকি। ইনিংসের প্রথম ওভারের শেষ দুই বলে কুশল মেন্ডিস ও আসালঙ্কাকে ফেরান তিনি। পরের ওভারে নিশাঙ্কা নাভিন উল হকের শিকার হন। ৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা।

সেই ধাক্কা আর পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দলটি। ভানুকা রাজাপাকশে ও চামিকা করুনারত্নের ব্যাটে একশ’ পার হয় তাদের স্কোর। রাজাপাকশে ৩৮, চামিকা করুনারত্নে ৩১, গুণাথিলাকা ১৭ রান করেন। আর কেউ দুঅঙ্কের ঘরই পার হতে পারেননি। আফগানদের পক্ষে ফারুকি ১১ রানে ৩টি উইকেট নেন। নবী, মুজিব ২টি করে, নাভিন ১টি উইকেট পান। 

ফারুকির পর ব্যাটে হাতে লঙ্কানদের উপর ঝড় বইয়ে দেন রহমানউল্লাহ গুরবাজ। তার ১৮ বলে ৪০ রানের ইনিংসেই ১০৬ রানের টার্গেটটা মামুলি হয়ে যায় আফগানদের সামনে। ১০.১ ওভারে ২ উইকেটে ১০৬ রান তুলে জয় পায় নবীর দল। ৫৯ বল আগেই নিশ্চিত হয় দারুণ জয়। শ্রীলঙ্কার বিপক্ষে এটি তাদের প্রথম টি-২০ জয়।

হযরতউল্লাহ জাজাই ও গুরবাজের আগুনে ব্যাটিংয়ে ৬ ওভারেই আসে ৮৩ রান। গুরবাজ ৩টি চার ও ৪টি ছক্কায় ৪০ রান করেন। ইব্রাহিম জাদরান ১৫, জাজাই অপরাজিত ৩৭, নাজিবউল্লাহ অপরাজিত ২ রান করেন।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...