ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

হাতে কালো ব্যান্ড পরে খেলবে পাকিস্তান!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২ ০৩:৩৮

পাকিস্তান ক্রিকেট দল। ছবি সংগৃহীত পাকিস্তান ক্রিকেট দল। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াই নিয়ে পুরো ক্রিকেট দুনিয়ায় উত্তাপ চললেও পাকিস্তান চলছে খারাপ সময়। কেননা দেশটিতে চলছে প্রবল বন্যা। যে বন্যাতে ক্ষতিগ্রস্থ অসংখ্য মানুষ। যার কারনে ভারতের বিপক্ষে হাতে কালো ব্যান্ড পর খেলবে বাবর আজমের দল। 

দলটির আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, বন্যায় আক্রান্ত মানুষদের প্রতি সহমর্মিতা জানাতে হাতে কালো ব্যান্ড পরে খেলবে পাকিস্তান।

গত জুনে অতি বৃষ্টির কারনে পাকিস্তানে বন্যার সৃষ্টি হয়েছিল। এই বন্যায় এখন প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। সময়ের পরিক্রমায় বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকেই যাচ্ছে। গত ২৪ ঘন্টায় প্রায় ৩৫ জনের মৃত্যুর সংবাদ এসেছে। 

বন্যার কারনে দেশটির প্রায় ৪২ লাখ মানুষ বিপদগ্রস্থ অবস্থায় রয়েছে। গ্রাম অঞ্চলের মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে  ছেড়েছে নিজেদের ঘরবাড়ি। অনেকে জায়গা করেছে খোলা আকাশের নিচে উঁচু রাস্তায়। তাবু করেই সেখানে চলছে জীবন যাপন। 

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...