১৫ রান হলেও নিয়ে নিতাম: পান্ডিয়া
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২ ১৭:৫৭

স্পেশাল করেসপন্ডেন্ট: ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৭ রান। আধুনিক টি-২০ ক্রিকেটে যা দুধ-ভাত টার্গেট। প্রথম বলেই রবীন্দ্র জাদেজাকে বোল্ড করে ম্যাচ জমানোর ইঙ্গিত দিয়েছিলেন মোহাম্মদ নেওয়াজ। পরের বলেই সিঙ্গেল নিয়েছেন দিনেশ কার্তিক।
স্ট্রাইকে এসে তৃতীয় বলটা ডট দিয়েছেন হার্দিক পান্ডিয়া। চতুর্থ বলে ছক্কা মেরে ভারতের জয় নিশ্চিত করেন তিনি। এশিয়া কাপের ম্যাচে রোববার পাকিস্তানকে ৫ উইকেটে পরাজিত করেছে ভারত।
পান্ডিয়ার ছক্কার কারণেই শেষ ওভারে ম্যাচটা আর শ^াসরোধী উত্তেজনা তৈরি করেনি। ম্যাচ শেষে ভারতীয় এই অলরাউন্ডার বলেছেন, শুধু ৭ কেন ওই ওভারে ১৫ রান থাকলেও নিয়ে নিতেন তিনি।
প্রবল আত্মবিশ্বাসী পান্ডিয়া বলেছেন, ‘রান তাড়ার সময় ওভার বাই ওভার পরিকল্পনা থাকা উচিত। আমি জানতাম একজন তরুণ বোলার এবং বাঁহাতি স্পিনারের ওভার ছিল। শেষ ওভারে আমাদের মাত্র ৭ রান দরকার ছিল। কিন্তু যদি আমাদের ১৫ রানও লাগতো, আমি তা করে ফেলতাম। আমি জানতাম বোলার আমার চেয়ে বেশি চাপে আছে ২০তম ওভারে। আমি বিষয়টা স্বাভাবিক রাখতে চেষ্টা করেছি।’
দুবাইয়ে রোববার বোলিংয়েও দুর্দান্ত ছিলেন পান্ডিয়া। মাঝের ওভার গুলোতে পাকিস্তানকে বারবার ধাক্কা দিয়েছেন তিনি। ১৩তম ওভারে ইফতিখারকে আউট করেন। ১৫তম ওভারে তার জোড়া শিকার হয়ে ফিরেন রিজওয়ান ও খুশদিল শাহ। ২৫ রানে ৩ উইকেট পান পান্ডিয়া।
অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরাও হন তিনি। ম্যাচের পর নিজের বোলিং নিয়ে পান্ডিয়া বলেছেন, ‘বোলিং পরিস্থিতি আত্মস্থ করা এবং নিজের অস্ত্র ব্যবহার করা গুরুত্বপূর্ণ। শর্ট বোলিং এবং হার্ড লেন্থে বোলিং আমার শক্তির জায়গা। এগুলো ভালোভাবে ব্যবহার করা এবং ব্যাটসম্যানকে ভুলের ফাঁদে ফেলাই কাজ।’
-নট আউট/এমজেএ/এমআরএস
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: