অধিনায়কের সাথে ভিন্নমত, বাংলাদেশকে এগিয়ে রাখছেন লঙ্কান কোচ
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২ ০১:১৮

নট আউট ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারের পর শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন ‘আফগানিস্তান থেকেও বাংলাদেশ সহজ প্রতিপক্ষ’। তবে অধিনায়কের এমন কথার সাথে একমত নয় দলটির সহকারী কোচ নাভিদ নওয়াজ।
বাংলাদেশের ক্রিকেটার সম্পর্কে ভালোই ধারণা রয়েছে নওয়াজের। কেননা একটা সময় টাইগার জুনিয়রদের দেখভালের কাজটি তিনিই করেছেন। শানাকার মতামত প্রসঙ্গে তিনি বলেন, 'এমন মন্তব্যের সঙ্গে একমত হওয়া কঠিন। বাংলাদেশ দলে অনেক প্রতিভা আছে। বাংলাদেশ টি-টোয়েন্টি নিয়মিত খেলে। বিপিএল নিয়মিত হচ্ছে, অনেক বছর ধরে এই টুর্নামেন্ট হচ্ছে। যেটা খেলোয়াড়দের আর্থিক ও ক্রিকেটীয় দক্ষতার দিক থেকে সমৃদ্ধ করেছে।'
নিজ দল নিয়ে তিনি বলেন, 'শ্রীলঙ্কা ততটা টি-টোয়েন্টি খেলে না। এখনও এটা নিয়ে তেমন একটা সংস্কৃতি গড়ে উঠেনি। তাই টেস্ট ও ওয়ানডে যতটা ভালো খেলে, টি-টোয়েন্টি ততটা নয়। লঙ্কা প্রিমিয়ার লিগের কেবল একটা আসর হয়েছে। এটা নিয়মিত হলে কয়েক বছরের মধ্যে শ্রীলঙ্কা দলও দাঁড়িয়ে যাবে।'
আরও পড়ুনঃ ভারত-পাকিস্তানের একাদশ নিয়ে ক্ষোভ ঝাড়লেন শোয়েব
শানাকার ভাষ্য ছিল, 'আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। আর বাংলাদেশ দলে (মুস্তাফিজুর রহমান) ফিজ খুব ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার। এর বাইরে তাদের দলে সেভাবে আর কোনো বিশ্বমানের বোলার নেই। তাই আমি মনে করি, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে।'
শানাকার মন্তব্য নিয়ে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বলেছেন, ‘মাঠে পরিচয় হবে কারা ভালো, কারা খারাপ। কারণ, যারা ভালো খেলবে দিনশেষে তারাই ম্যাচ জিতবে। এই টিম ভালো ঐ টিম খারাপ এমন কমেন্টস আমি করতে চাই না। আমি যে জিনিসটা চিন্তা করছি বা আমি যেটা ফলো করি আমরা ভালো ক্রিকেট খেলতে চাই মাঠে। আমরা প্রমাণ দিতে চাই মাঠে।’
-নট আউট/এমআরএস
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: