ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

পাকিস্তানকে হারানোর ম্যাচে নয়া কীর্তি ভারতের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২ ০২:১৪

ভারত-পাকিস্তান।  ফাইল ছবি ভারত-পাকিস্তান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ গতকাল (রোববার) রাতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ শুরু করেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের সেই ক্ষত এদিন পান্ডিয়ার ব্যাটে কিছুটা হলেও লাগব করতে পেরেছে ভারত৷ আর এমন ম্যাচেই নয়া কীর্তিও গড়লো রোহিত শর্মার দল।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল ছিল ভারতের চলতি বছর ২২তম টি-টোয়েন্টি। যা এক বছরে ভারতের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। এর আগে এক বছরে কখনোই এতো টি-টোয়েন্টি খেলাই হয়নি ভারতের।

চলতি বছরের এখনো বাকি মাস চারেক। চলমান এশিয়া কাপের পর অক্টোবরে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরও। স্বভাবতই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই বছরটায় ব্যস্ত সময় পার করতে হচ্ছে ভারতকে। ২০২২ সালের প্রথম ৮ মাসেই ভারত খেলে ফেলেছে ২২টি টি-টোয়েন্টি। যার মধ্যে ১৭টিতেই জিতেছে রোহিত শর্মার দল, যা ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে এক বছরের সর্বোচ্চ জয়ের রেকর্ডও। এক বছরে সর্বোচ্চ টি-টোয়েন্টি জয়ের তালিকাতেও ভারত উঠে এসেছে যৌথভাবে দুইয়ে। এর আগে গত বছর সর্বোচ্চ ২০টি জয়ের রেকর্ড গড়েছিল পাকিস্তান। 

এদিকে ২০১৫ সালে এক বছরে সর্বোচ্চ ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল রোহিত-কোহলিরা। এছাড়া ২০১৮ সালেও রোহিতরা খেলেছিল ১৯টি টি-টোয়েন্টি। এবার বছরের চার মাস বাকি থাকলেও, আরেক সব রেকর্ডই ভেঙে ফেলেছে কোহলিরা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আরও হাফ ডজন ম্যাচ খেলবে ভারতীয় দল৷ তাই অনুমেয় করাই যায় বছর শেষে, ভারতের ম্যাচ খেলার সংখ্যা গিয়ে দাঁড়াবে অন্তত ত্রিশের ঘরে।

উল্লেখ্য, পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে ভারত। রবিবার রাতে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১৪৭ রানে গুটিয়ে দেয় ভারত। জবাবে হার্দিক পান্ডিয়ার ৩৩ রানের বিধ্বংসী ইনিংসে ২ বল বাকি থাকতেই তা টপকে যায় তারা। এই জয়ে এশিয়া কাপের সুপার ফোরে খেলা একপ্রকার নিশ্চিত করেই রাখল ভারত।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...