বাংলাদেশকে হারিয়ে উচ্ছ্বসিত আফগান অধিনায়ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ২০:২৪

নট আউট ডেস্কঃ দেশের ক্রিকেটের পাইপলাইনে নেই আন্তর্জাতিক মানের কোন লেগ স্পিনার। যার কারনে প্রতিটি দেশের স্কোয়াডে কমপক্ষে একজন লেগি থাকলেও বাংলাদেশ দলে সংখ্যাটা শূন্য। তবে এশিয়া কাপে ভালো করতে মরিয়া বাংলাদেশ রিশাদ হোসেনকে নিয়ে যাওয়ার পাশাপাশি ও ভারত থেকে দুজন লেগ স্পিনার এনে নেটে অনুশীলন করেছিল। মূল লক্ষ্য ছিল একটাই, সামলাতে হবে মুজিব-রশিদকে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ দল তাদের কাছেই বিধ্বস্ত।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ পাওয়ার-প্লেতে তুলেছে মাত্র ২৮ রান। ফেয়ারলেস ক্রিকেট খেলার কথা বললেও ব্যাটারদের মাঝে ছিল সেই মানসিকতা। বাংলাদেশের দেওয়া ১২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়লেও চার-ছক্কার সংমিশ্রণে ৩ উইকেট হারিয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান।
বাংলাদেশের বিপক্ষে জয়ে সুপার ফোর নিশ্চিত করেছে আফগানিস্তান। এই ম্যাচ জিতে উচ্ছ্বসিত আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। ম্যাচ শেষে জানিয়েছেন ম্যাচ ঘিরে নিজেদের পরিকল্পনার কথা।
নবী বলেন, ‘সবাই জানে রশিদ এবং মুজিব বিশ্বমানের স্পিনার। সে কারণেই আমরা প্রথম ১০ ওভারে খেলায় ছিলাম। আমরা খেলায় এগিয়ে ছিলাম কারণ আমরা প্রথম উইকেট পেয়েছিলাম। সবাই জানে আমাদের ব্যাটিং লাইনআপের শেষেও পাওয়ার হিটার আছে। তাই আমরা শুরুতে উইকেট ধরে রেখে খেলেছি। তাড়াতাড়ি উইকেট না হারাতে চেয়েছি, যাতে আমাদের পাওয়ার হিটাররা খেলা শেষ করতে পারে।’
চলতি আসরে টিকে থাকতে শ্রীলংকাকে হারানোর বিকল্প নেই বাংলাদেশের। শ্রীলংকা-বাংলাদেশ ম্যাচে জয়ী দল নিশ্চিত করবে সুপার ফোর। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবে দুই দল।
-নট আউট/এমআরএস
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: