রশিদের ভয়ে টস জিতে ব্যাটিং
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ২২:০৮

স্পেশাল করেসপন্ডেন্ট: আফগানিস্তানের বোলিং আক্রমণ গত কয়েক বছর ধরেই দুর্ভেদ্য হয়ে উঠেছে। রশিদ খানের লেগ স্পিন, মুজিব উর রহমানের রহস্যময় বোলিং, মোহাম্মদ নবীর স্পিনও খেলতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। নতুন করে পেসার ফজল হক ফারুকি যোগ হয়েছেন।
বিশেষ করে রশিদ খানের লেগ স্পিনের জুজু চেপে বসেছে গোটা দলের উপর। র„শিদকে খেলতে হবে ভেবেই তটস্থ গোটা বাংলাদেশ শিবির।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল এশিয়া কাপের ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল। যে ম্যাচে রশিদকে উইকেট দিয়েছেন মুশফিক, আফিফ ও মাহমুদউল্লাহ।
গতকাল টস জিতে বাংলাদেশের আগে ব্যাটিং করা নিয়ে প্রশ্ন উঠেছিল অনেকের মনে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়েছে এ সিদ্ধান্তের।
কিন্তু কেন সাকিব টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন? কারণটা জানিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচে বাংলাদেশের সেরা পারফরমার বলেছেন, মূলত আফগান লেগ স্পিনার রশিদ খানকে রান তাড়ার সময় এড়াতে চেয়েছে বাংলাদেশ দল। বলা চলে তার ভয়েই আগে ব্যাটিং নিয়েছেন সাকিব।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে মোসাদ্দেক বলেছেন, ‘আপনি অবশ্যই চাইবেন না তখন রশিদের বিরুদ্ধে ব্যাট করতে, যখন রান তাড়া করতে গিয়ে ওভারপ্রতি ৭-৮ রান করে আপনার দরকার। প্রথমে ব্যাট করার সময় চেয়েছি যতটুকু পারি রানটা বেশি করতে। হয়ত হয়নি দুর্ভাগ্যবশত। তবে আমরা আমাদের পরিকল্পনার মধ্যেই ছিলাম।’
শারজার উইকেটটা এত কম রানের ছিল না। ১৫০ রান অনায়সেই হতো, যেখানে বাংলাদেশ করেছিল ১২৭। কিছুটা স্লো হলেও শারজার সঙ্গে মিরপুরের উইকেটের তুলনা করতে মানা করলেন মোসাদ্দেক, ‘প্রথম ১০ ওভারে উইকেটে বল একটু নিচু হয়ে আসছিল। তখন স্পিনের বিপক্ষে খেলা কঠিন ছিল। তবে পেসারদের বল ভালো ব্যাটে আসছিল। মিরপুর আর এখানে পুরোই আলাদা। মিরপুরে টার্ন হয়, ভালো থাকলে রানও হয়। তবে ১০-১৫ রান আমরা কম করেছি আসলে।’
মোসাদ্দেকের দাবি, মাঠে সবাই শতভাগ দিয়েছে। তারপরও আফগানদের সঙ্গে এত বড় হার। মানে দুই দলের ব্যবধানটা এখন স্পষ্ট।
ম্যাচ হারলেও সুপার ফোরে খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের। আগামীকাল গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতেই হবে। ওই ম্যাচ জিতলেই সুপার ফোরের টিকিট পাওয়া যাবে। না হয় দেশে ফিরতে হবে।
ঘুরে দাঁড়ানোর অভিপ্রায় জানিয়ে মোসাদ্দেক বলছেন, ‘সাকিব ভাই সবাইকে যে ম্যাসেজ দিয়েছে সবাই সেটা পালন করার চেষ্টা করেছে। সবাই শতভাগ চেষ্টা করেছে। এখন পরের ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। আমাদের আগামী ম্যাচ ডু অর ডাই।’
-নট আউট/এমজেএ/এমআরএস
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: