বাংলাদেশ ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত শ্রীলংকা
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২ ১৯:২২

নট আউট ডেস্কঃ এশিয়া কাপ চলতি আসরের আয়োজক শ্রীলংকা। তবে শঙ্কা জেগেছে সুপার ফোরে খেলা নিয়ে। কেননা নিজেদের প্রথম হেরেছে আফগানিস্তানের বিপক্ষে। টিকে থাকার লড়াইয়ে আয়োজকদের প্রতিপক্ষ বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত শ্রীলংকা দল।
দলটির মিডল অর্ডার ব্যাটার ভানুকা রাজাপক্ষে জানিয়েছেন, ‘প্রথম ম্যাচ হারের পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আমাদের জন্য বাঁচা-মরার লড়াই। দলের সকলের মাথায় আছে বিষয়টি। সকলে বাংলাদেশ ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত। ওই ম্যাচ জিতে সুপার ফোরে যাওয়ার ব্যাপারেও আশাবাদী। বাংলাদেশের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে আছি আমরা।’
তিনি যোগ করেন, ‘আমি মনে করি দারুণ প্রতিদ্বন্দ্বীতা হবে। সবশেষ কয়েক দেখায় আমরা তাদের হারিয়েছি। তবে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। কারণ এশিয়া কাপে দারুণ অভিজ্ঞ তারা। শ্রীলঙ্কাও গত দুই বছর একটা দল হয়ে ভালো ক্রিকেট খেলছে। আগামী ম্যাচে মনোযোগ আমাদের।’
গেল বিশ্বকাপ থেকে নিজেদের সমস্যা সমাধানে ব্যর্থ বাংলাদেশ। ওপেনিং জুটিতে আসছে না রান। খেলার ধরন দেখে বলা যেতেই পারে দায়িত্ব নিয়ে বাড়াচ্ছে চাপ। কেননা চার-ছক্কার ফরম্যাটে সাবলীল ব্যাট চালানোর সাহসও দেখাতে পারছেন না বিজয়-নাঈমরা। অপরদিকে পাঁচ রানে তিন উইকেট হারিয়েও পুরো ম্যাচে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছিল শ্রীলংকা।
-নট আউট/এমআরএস
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: