সুজনের ইটের জবাবে পাটকেল ছুঁড়তে বললেন মাহেলা
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২ ২৩:১৯

নট আউট ডেস্কঃ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ (বৃহস্পতিবার) রাতে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দু'দলই নিজেদের প্রথম ম্যাচটি হেরেছে আফগানিস্তানের কাছে। তাই আজ জিতলেই এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত, হারলে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। এমন সমীকরণকে সামনে রেখেই লড়াইয়ে নামছে সাকিব-শানাকারা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এদিকে মাঠের লড়াইয়ে উত্তাপ ছড়ানোর আগে, মাঠের বাইরের উত্তাপ ছড়িয়ে বেশ। যেখানে শুরুটা ছিল লঙ্কান দলপতি দাসুন শানাকার হাত ধরেই। আফগানদের কাছে নাস্তানাবুদ হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে এক বিবৃতিতে দাবি করেন, বাংলাদেশ দলে সাকিব এবং মুস্তাফিজ ছাড়া বিশ্বমানের কোনো বোলার নেই। তবে তার এমন কথাকে খুব একটা ভালো চোখে নেয়নি বাংলাদেশ দল।
গতকাল (বুধবার) সংবাদ সম্মেলনে এসে শানাকার ইটের জবাবে পাটকেল ছুঁড়েছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। শানাকার কথার জবাবে তিনি বললেন, ‘আমি জানি না শানাকা কেন এমন বলেছে। আমি শুনেছি যে সে বলেছে, বাংলাদেশের সাকিব ও মোস্তাফিজ বাদে বোলার নাই। আমি তো শ্রীলঙ্কার কোনও বোলারই দেখি না। আমাদের অন্তত দুজন আছে। তাদের সাকিব ও মোস্তাফিজের মানেরও কোন বোলার নাই।’
এদিকে সুজনের এমন কথার জবাব এবার দিলেন লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। এক টুইট বার্তায় আজ লঙ্কান ক্রিকেটারদের রীতিমতো তাঁতিয়ে দিলেন তিনি৷ মাঠেই দেখিয়ে দেওয়ার আহবান জানিয়ে মাহেলা বলেন, ‘মাঠে মনে হচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেটে ক্লাস বোলার এবং ব্যাটার যে আছে এটা এখন মাঠে দেখিয়ে দিতে হবে।’
-নট আউট/টিএ
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: