ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

মাঠেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন হংকংয়ের ক্রিকেটার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২ ০১:১২

হাঁটু গেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন কিঞ্চিৎ শাহ। ছবি: হটস্টার ভিআইপি হাঁটু গেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন কিঞ্চিৎ শাহ। ছবি: হটস্টার ভিআইপি

নট আউট ডেস্কঃ গতকাল রাতে (বুধবার) দারুণ ক্রিকেট উপহার দিলেও, ভারতের বিপক্ষে ৪০ রানে হেরে এশিয়া কাপ শুরু করেছে হংকং। তবে এদিন ম্যাচ শেষ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের সব আলো একাই কেড়ে নেন হংকংয়ের মিডল অর্ডার ব্যাটার কিঞ্চিৎ শাহ৷ হাঁটু গেড়ে প্রেমিকাকে দিয়ে বসলেন বিয়ের প্রস্তাব। মুহুর্তেই ভাইরাল হতে থাকে এই যুগলের এমন রোমান্টিক মুহুর্ত। 

ভিডিওতে দেখা যায়, কিঞ্চিৎ শাহ হাঁটু গেড়ে বসে আংটি এগিয়ে দিয়ে তাঁর প্রেমিকাকে বলেছেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ প্রেমিকের এমন প্রস্তাবে রীতিমতো বিস্মিত হয়ে যান প্রেমিকা। কী করবেন শুরুতে ঠিক বুঝে উঠতে পারছিলেন না৷ পরে ঘোর কাটিয়ে প্রেমিকের প্রস্তাব সাদরে গ্রহণ করে বলেছেন, ‘হ্যাঁ, নিশ্চয়ই।’

এরপরেই এই যুগলের ভিডিও সয়লাব হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। গ্যালারিতে উপস্থিতি থাকা হাজার খানেক ক্রিকেট সমর্থকও মি.& মিসেস কিঞ্চিৎকে অভিনন্দন জানিয়ে আগামীর জন্য শুভকামনা জানিয়েছেন। 

অবশ্য গ্যালারিতে বিয়ের প্রস্তাব দেওয়া এবারই নতুন নয়। এর আগে অনেক ক্রিকেটারই নিজের জীবনসঙ্গিনীকে গ্যালারিতেই জানিয়েছেন নিজের মনের কথা। গত আইপিএলে (২০২১) চেন্নাই ও পাঞ্জাবের একটি ম্যাচ শেষে, এই মাঠেই দীর্ঘদিনের প্রেমিকা জয়া ভরদ্বাজকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ভারতীয় তারকা পেসার দীপক চাহার। সে সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল চাহার জুটি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁরা হয়েছিলেন রীতিমতো ভাইরাল।

উল্লেখ্য, হংকং জাতীয় দলের হয়ে খেলা কিঞ্চিৎ শাহ'র জন্ম ভার‍তের মুম্বাইয়ে। ব্যবসায়ীক সূত্রে হংকংয়ে পাড়ি জমিয়ে সুযোগ পেয়ে যান দেশটির জাতীয় দলে। গত রাতে হংকং হারলেও, ব্যাট হাতে কিঞ্চিৎ ছিলেন উজ্জ্বল। ২টি চার ও ১ টি ছক্কায় এই তারকা ব্যাটার খেলেন ২৮ বলে ৩০ রানের ইনিংস। 

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...