ঢাকা | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

‘শ্রীলঙ্কার বিপক্ষে আমরাই ফেভারিট’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২ ০৪:০১

নিদাহাস ট্রফিতে চোখে চোখ রেখে কথা বলেছিলেন সোহান। ফাইল ছবি নিদাহাস ট্রফিতে চোখে চোখ রেখে কথা বলেছিলেন সোহান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ জিতলেই মিলবে সুপার ফোরের টিকিট, অন্যদিকে হারলেই নিশ্চিত হয়ে যাবে দেশে ফেরার টিকিট। ম্যাচটি তাই বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দলের জন্যই ‘ডু অর ডাই’। তবে এর আগেই কথার লড়াইয়ে মেতেছে দুই দেশের ক্রিকেট সমর্থক থেকে শুরু করে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। কথার যুদ্ধে একে অপরকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়।

এদিকে ইনজুরিতে পড়া টাইগার উইকেটরক্ষক ব্যাটার, নুরুল হাসান সোহানকে দর্শক হয়েই থাকতে হচ্ছে এশিয়া কাপে। তবে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলকে অনুপ্রাণিত করতে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই বার্তায় দিয়েছেন সাহস। বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে সোহানের চোখে পরিষ্কার ফেভারিট সাকিবরাই। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোহান বলেছেন, ‘এশিয়া কাপের আজকের ম্যাচে পরিষ্কার ফেভারিট আমরা। আমাদের অসাধারণ বোলিং, ব্যাটিং এবং টিম এফোর্ট দেওয়া এখন কেবল সময়ের ব্যাপার, ইনশাআল্লাহ। চলো দেখিয়ে দেই, মাঠে সেরা দল কারা।’

কথার লড়াইয়ের শুরুটা অবশ্য করেছিলেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। আফগানিস্তানের কাছে নাস্তানাবুদ হয়ে সংবাদ সম্মেলনে এসে বলেছেন, বাংলাদেশ দলে সাকিব ও মুস্তাফিজ ছাড়া বিশ্বমানের কোনো বোলার নেই। শানাকার এমন মন্তব্য'র পরই কথার লড়াইয়ে মেতে উঠে দুই দেশ।

গতকাল (বুধবার) বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও তাই ছেড়ে কথা বলেলনি। তিনি বলেন,‘আমি শুনেছি যে সে (শানাকা) বলেছে, বাংলাদেশের সাকিব ও মোস্তাফিজ বাদে বোলার নাই। আমি তো শ্রীলঙ্কার কোনও বোলারই দেখি না। আমাদের অন্তত দুজন আছে। তাদের সাকিব ও মোস্তাফিজের মানেরও কোন বোলার নাই।’

সুজনের এমন মন্তব্য আবার ভালো চোখে নেয়নি সাবেক লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। সুজনের কথার জবাবে, টুইটারে রিটুইট করে বলেন, ‘মাঠে মনে হচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেটে ক্লাস বোলার এবং ব্যাটার যে আছে এটা এখন মাঠে দেখিয়ে দিতে হবে।’

 

 

-নট আউট/টিএ

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...