ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

লজ্জার রেকর্ড হংকংয়ের, সুপার ফোরে পাকিস্তান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২ ০৮:৫৬

সুপার ফোরে পাকিস্তাৱ৷ ছবি সংগৃহীত সুপার ফোরে পাকিস্তাৱ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সুপার ফোরের টিকিট কাটতে এদিন(শুক্রবার) হংকংয়ের বিপক্ষে জয় পেতেই হতো পাকিস্তানের। খর্ব শক্তির দলটির বিপক্ষে ব্যাটিংয়ে মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের জোড়া হাফ সেঞ্চুরি ও খুশদিল শাহ'র ঝড়ে আগে ব্যাট করে ১৯৩ রানের পাহাড় গড়ে পাকিস্তান। 

জবাবে শুরুতেই পাক পেসারদের তোপের মুখে পড়ে হংকং। দলীয় কুড়ি পার করার আগেই হারায় ৩ উইকেট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ দিকে শাদাব খান ও মোহাম্মদ নওয়াজের স্পিন বিষে মাত্র ৩৮ রানে গুটিয়ে যায় হংকং। ১৫৫ রানের বিশাল জয়ে সুপার ফোর নিশ্চিত করল পাকিস্তান। 

পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই নাসিম শাহ'র তোপের মুখে পড়ে হংকং। ইনিংসের তৃতীয় ওভারেই জোড়া আঘাত হানেন এই পাক পেসার। ফেরান ওপেনার নিজাকাত খান ও বাবর হায়াতকে। এরপর আঘাত হানের আরেক পেসার শাহনেওয়াজ দাহানি৷ এই পেসার ফেরান ইয়াসিম মর্তুজাকে। শুরুতেই পাক পেসারদের দেওয়া ধাক্কা সামলে উঠতে আর পারেনি হংকং। দলীয় ২৫ রানের মাথায় হংকং হারায় নিজেদের চর্তুথ উইকেট  শাদাব খানের শিকার হয়ে ফিরেন আইযায খান।

এরপর রীতিমতো উইকেটের পসরা সাজান দুই পাক স্পিনার মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান। তাতেই ৮ রানে শেষ ৬ উইকেট হারায় হংকং। যার তিনটি করেই শিকার করেন শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ। ৩৮ রানে গুটিয়ে গিয়ে এদিন লজ্জার রেকর্ডও গড়েছে হংকং। এশিয়া কাপ টি-টোয়েন্টির ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউটের লজ্জায় পড়ে দলটি। পাকিস্তানের পক্ষে ৪ উইকেট শিকার করেন শাদাব খান। মোহাম্মদ নওয়াজ নেন ৩ উইকেট। নাসিম শাহ নেন ২টি উইকেট। 

১৫৫ রানের বিশাল জয়ে ‘এ’ গ্রুপ থেকে ভারতের সঙ্গী হয়ে সুপার ফোরে উঠেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে আগেই সুপার ফোর নিশ্চিত করেছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশের পর এশিয়া কাপের এবারের আসরকে থেকে ছিটকে গেল হংকং। 

এর আগে এদিন টস হেরে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৩ রানের পাহাড় গড়ে পাকিস্তান। ৬ চার ও ১ ছক্কায় ৫৭ বলে আনবিটেন ৭৮ রানের ইনিংস খেলেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। এছাড়া ৩ চার ও ২ ছক্কায় ৪১ বলে ফখর জামান করেন ৫৩ রান। শেষ দিকে ৫ ছক্কায় ১৫ বলে ৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন খুশদিল শাহ।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...