ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বাজে ফিল্ডিংয়ের মাশুল গুনল আফগানরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ১০:১০

হার দিয়ে সুপার ফোর শুরু আফগানিস্তানের। গেটি ইমেজ হার দিয়ে সুপার ফোর শুরু আফগানিস্তানের। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ আফগানিস্তানের কাছে লজ্জার হার দিয়েই এশিয়া কাপ মিশন শুরু করেছিল শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের সেই ক্ষত নিয়েই, এদিন (শনিবার) সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষেই মাঠে নামে দলটি। তবে এবার আর আগের বারের পুনরাবৃত্তি নয়। দুর্দান্ত ব্যাটিংয়ে আফগানদের মাটিতে নামিয়ে দাপুটে জয় পেয়েছে দাসুন শানাকার দল।

গ্রুপ পর্বের দেখায় আফগান বোলারদের তোপে মাত্র ১০৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে বিধ্বংসী ব্যাট করে সহজেই জয় পায় আফগানরা। এদিন টস জিতে মোহাম্মদ নাবীদেরই ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। গুরবাজের ব্যাটে ঝড়ো সূচনাও করে আফগানিস্তান। তবে ৮৫ রান করা গুরবাজের বিদায়ে আটকে যায় আফগানদের রানের চাকা৷ শেষ দিকে লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭৫ রানে থামে আফগানিস্তানের ইনিংস। জবাবে দুই ওপেনারই লঙ্কানদের জয়ের ভিত গড়ে দেন। শেষ দিকে ভানুকা রাজাপাকসের ঝড়ে ৫ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় পায় শ্রীলঙ্কা। 

১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কা, দুই ওপেনার কুশল মেন্ডিস ও প্রাথুম নিশাঙ্কা ঝড়ো সূচনা এনে দেন। পাওয়ার প্লে'র মধ্যেই এই দু'জন মিলে তুলে ফেলেন ৫৭ রান। ঝড় তোলা কুশলকে ফিরিয়ে আফগান শিবিরে স্বস্তি ফেরান নাভিন-উল-হক। ২ চার ও ৩ ছক্কায় ১৯ বলে ৩৬ রানে ফিরেন এই ওপেনার। 

৮০ রানের মাথায় বিদায় নেন আরেক ওপেনার প্রাথুম নিশাঙ্কা। তাকে ফেরান মুজিব। ৩ চার ও ১ ছক্কায় ২৮ বলে ৩৫ রান করেন তিনি। প্রথম দশ ওভারে দুই ওপেনারকে হারালেও ততক্ষণে লঙ্কানরা বোর্ডে জমা করে ৮০ রান৷ দলীয় একশ পার করার আগে চারিত্র আসালাঙ্কার বিদায়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। তবে গুনাথিলাকার ব্যাট কক্ষপথেই রাখে তাঁদেরকে।

মাঝে দাসুন শানাকাকে ফেরান মুজিব। পঞ্চম উইকেট জুটিতে দলকে জয়ের পথে রাখেন দানুশকা গুনাথিলাকা ও ভানুকা রাজাপাকসে। এই দু'জনের ত্রিশোর্ধ্ব রানের জুটি জয়টা করে দেয় সহজ৷ মাঝে ফিল্ডারদের সহজ ক্যাচ আর ফিল্ডিং মিস আফগানদের ম্যাচ থেকেই ছিটকে দেয়। ২ চার ও ২ ছক্কায় ২০ বলে ৩৩ রান করা গুনাথিলাকাকে ফিরিয়ে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন রশিদ খান। তবে হয়নি শেষ রক্ষা।

ভানুকা রাজাপাকসের ১৪ বলে ৩১ (৪ চার ও ১ ছক্কা) রানের ক্যামিও এবং হাসারাঙ্গার ৩ চারে ১৬ রানে ভর করে ৪ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা। আফগানিস্তানের পক্ষে ২ উইকেট নেন মুজিব উর রহমান। ফলে জয় দিয়েই সুপার ফোর শুরু করল লঙ্কানরা। 

এর আগে টস হেরে ব্যাট করা আফগানিস্তান, নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে। ৪ চার ও ৬ ছক্কায় ৪৫ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রহমানউল্লাহ গুরবাজ। এছাড়া ৩৮ বলে ৪০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন ইব্রাহিম জাদরান। নাজিবুল্লাহর ব্যাট থেকে আসে ১৭ রান। শ্রীলঙ্কার পক্ষে দিলশান মাধুশাঙ্কা নেন ২ উইকেট। 

 

-নট আউট/টিএ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...