ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

চাপ অনুভব করছেন বাবর, সতীর্থদের ভেঙে না পড়ার পরামর্শ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ২১:০৩

পাকিস্তান ক্রিকেট দল। ফাইল ছবি পাকিস্তান ক্রিকেট দল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আরও একবার পাক-ভারত মহারণ। এক সপ্তাহের ব্যবধানে আবারো মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। গেল রবিবার বাবর আজমের দলকেই হারিয়েই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরু করেছিল রোহিত শর্মার দল। সুপার ফোরে আরেকবার দুই দলের দৌরাত্ম দেখতে মুখিয়ে ভক্ত সমর্থকরা। 

গ্রুপ পর্বের দেখায় দারুণ লড়াই করেছিল পাকিস্তান, তবে হয়নি শেষ রক্ষা। হার্দিক পান্ডিয়ার ব্যাটে জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। সুপার ফোরের লড়াইয়ে নামার আগে তাই, কিছুটা চাপ অনুভব করছে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অকপটে সেটা স্বীকার ও করলেন। 

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাবর বলেছেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে সব সময়ই চাপ থাকে। গোটা বিশ্ব এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে। একই রকম চাপে ভারতও থাকে। পরিস্থিতি সামলে মাঠে যারা শান্ত আর সাহসী থাকবে, জয়টা তাদেরই হবে বলে মনে করি।’

এদিকে চাপে ভেঙে না পড়ার জন্য সতীর্থদের পরামর্শ দিয়েছেন বাবর। প্রতিপক্ষ কে সেটা ভেবে বাড়তি চাপ না নেওয়ার পক্ষে তিনি৷ বাবর আরও বলেছেন, ‘প্রতিপক্ষ ভারত নাকি হংকং সেটা ভাববার দরকার নেই। খেলা হবে ব্যাট-বলের। আমাদের শান্ত থাকতে হবে। চাপ নিয়ে বাড়তি কিছু চেষ্টা করার দরকার নেই। এটা অবশ্যই বড় ম্যাচ। আমরা আত্মবিশ্বাসী। আমরা কঠোর পরিশ্রম করতে পারি। সেটাই করতে হবে। কারণ, ফলাফল আমাদের হাতে নেই।’

ভারত ম্যাচের আগে পাকিস্তানের জন্য বড় দুশ্চিন্তার নাম ইনজুরি। ইতিমধ্যেই পাকিস্তান হারিয়েছে দলটির অন্যতম সেরা পেসার শাহিন আফ্রিদিকে। এই পেসারের অভাবটা ভারত ম্যাচেও ফুটে উঠেছে স্পষ্ট। অধিনায়ক বাবরের কন্ঠেও তাই শাহিনকে নিয়ে আক্ষেপের সুর৷ এছাড়া চোটের কারণে নেই আরেক পেসার ওয়াসিম জুনিয়র। হংকং ম্যাচে চোটে পড়া পেসার শাহনেওয়াজ দাহানিও থাকছেন না সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে। চোট সমস্যা রয়েছে তরুণ পেসার নাসিম শাহ'র।

তিনি আরও বলেছেন, ‘সত্যি বলতে, আমাদের দলে এখন যে বোলাররা রয়েছে তারা কেউ শাহীনের অভাব পূরণ করতে পারবে না। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ও কী করেছিল সেটা সবাই দেখেছে। শাহীনকে সবাই ভয় পায়। ও না থাকা আমাদের কাছে বড় ধাক্কা। শাহীন না থাকায় আমাদের বোলিং অনেক দুর্বল। ও না থাকায় ম্যাচ শুরু হওয়ার আগেই আমরা পিছিয়ে পড়ছি।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...