ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

পাকিস্তান আমাদের চেয়ে ভালো খেলেছে-রোহিত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সুপার ফোরে ভারত-পাকিস্তান লড়াইয়ে ৫ উইকেটর জয় পেয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তানের বিপক্ষে ১৮১ রান সংগ্রহ করে রোহিতের দল। তবে শেষ পর্যন্ত জিততে পারেনি তারা। ম্যাচ শেষে খেলাতে নিজেদের চেয়ে প্রতিপক্ষের এগিয়ে থাকার কথা বলেছেন ভারতীয় কাপ্তান। 

 

রোহিত বলেন, ‘এই ম্যাচ খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনে। অনেক সময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং কিছুই নিজেদের দিকে আসে না। তবে একই রকম পরিস্থিতি আমরা আগেও সামলেছি। এটাও মানতে হবে, প্রতিপক্ষ দল দারুণ লড়াই করেছে। ওরা নিশ্চিতভাবে আমাদের থেকে ভালো খেলেছে।

 

বল হাতে শুরুতে বাবর আজমকে আউট করলেও সেই চাপ বজায় রাখতে পারেনি ভারত। শেষ সময়ে ক্যাচ মিসে বদলে গেছে ম্যাচের দৃশ্যপট। 

 

ম্যাচ প্রসঙ্গে রোহিত আরও বলেন,  ‘মনে হয় আমরা ভালো রানই করেছিলাম। যেকোনো উইকেটে, যেকোনো কন্ডিশনে ১৮০ যথেষ্ট বড় সংগ্রহ। কিন্তু ওদের (পাকিস্তানের) ইনিংসের মাঝামাঝি সময় আমরা উইকেট তুলতে পারিনি। ওই সময়টা কঠিন ছিল।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...