তারকাখচিত ইনিংস খেলে হাসপাতালে রিজওয়ান
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২ ০১:০৬

নট আউট ডেস্কঃ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের এবারের আসরে দুর্দান্ত ছন্দে রয়েছেন পাকিস্তান তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটি হাফ সেঞ্চুরিতে করেছেন ১৯২ রান। যা চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ।
মাঠে নিজেকে সবটুকু নিংড়ে দেওয়া রিজওয়ান, গত রাতেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলেছেন ৭১ রানের দুর্দান্ত ইনিংস। পাকিস্তানও জয় নিয়ে ছেড়েছে মাঠ। তবে ভারত বদের পরই রিজওয়ানকে ছুটতে হয়েছে হাসপাতালের উদ্দেশ্যে।
ভারতের ইনিংসের সময় একটি বল ধরতে গিয়ে এদিন ডান পায়ে চোট পেয়েছিলেন রিজওয়ান, সেই চোট নিয়েই পরবর্তীতে করেছেন ওপেনিংও। উপহার দিয়েছেন তারকাখচিত ইনিংস। চোটের গভীরতা নির্ণয় করার জন্য স্ক্যান করতেই রিজওয়ানকে নেওয়া হয়েছে হাসপাতালে।
এদিন (রবিবার) ভারতের প্রথম ইনিংস চলাকালীন মোহাম্মদ হাসনাইনের একটি বাউন্সার ধরতে গিয়ে চোট পান রিজওয়ান। লাফিয়ে উঠে মাটিতে পড়ার সময় ডান পায়ে চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষনাৎ ছুটে আসেন দলের ফিজিও। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে, দলের প্রয়োজনে পরবর্তীতে করে যান কিপিং।
এদিকে পাকিস্তানের শীর্ষস্থানীয় বেশ কিছু গণমাধ্যমের খবর, ভারতের বিপক্ষে ম্যাচ শেষে কাছেই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রিজওয়ানকে। সেখানেই ভর্তি করানো হয় তাকে। আজ (সোমবার) রিজওয়ানের ডান পায়ে এমআরআই করা হবে। তার পরেই বোঝা যাবে চোট কতটা গভীর এই তারকা ব্যাটারের।
-নট আউট/টিএ
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: