বাঁচা-মরার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ শ্রীলংকা
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২ ২০:১৭

নট আউট ডেস্কঃ সুপার ফোরের প্রথম ম্যাচে দূর্দান্ত জয় পেয়েছে আয়োজক শ্রীলংকা। অপরদিকে ভারতের বিপক্ষে হেরেছে ভারত। টূর্ণামেন্টে টিকে থাকা এবং ফাইনালে খেলতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ভারতের। এক কথায় ভারতের জন্য বাঁচা-মরার লড়াই আজকের ম্যাচ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এশিয়া কাপ ইতিহাসের সেরা দুই দলের। ভারত সর্বোচ্চ সাতবার এবং শ্রীলংকা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে উপমহাদেশের এই ক্রিকেট যজ্ঞে।
ম্যাচের আগে ভারতের জন্য সুখকর হতে পারে শ্রীলংকার বিপক্ষে পরিসংখ্যান। দুই দল
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কে এগিয়ে? ভারত নাকি শ্রীলঙ্কা? পরিসংখ্যান এগিয়ে রাখছে ভারতকেই। দুই দল এখন পর্যন্ত ২২টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১৪টি, শ্রীলঙ্কার জয় ৭ ম্যাচে। তবে সর্বশেষ সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা।
গত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ে ফুরফুরে মেজাজে রয়েছে শ্রীলংকা। কেননা গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানে অলআউট হওয়া দাসুন শানাকার দল আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশঃ পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্ডো, দিলশান মধুশঙ্কা।
ভারতের সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক/রিশাভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, অর্শদীপ সিং, ইয়ুজবেন্দ্র চাহাল।
-নট আউট/এমআরএস
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: