পেশাগত দায়িত্ব পালনে মূল্য নেই আবেগের!
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২২ ০৩:১৬

নট আউট ডেস্কঃ পেশাগত দায়িত্ব পালনে ব্যক্তিগত আবেগের মূল্য নেই তা আরেকবার প্রমাণ করলেন পাকিস্তানের সাবেক তারকা পেসার ও বর্তমান আফগানিস্তান দলের পেস বোলিং কোচ ওমর গুল। আগামীকাল (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হবে পাকিস্তান-আফগানিস্তান। হারলেই বিদায় প্রায় বিদায় নিশ্চিত আফগানিস্তানের। অপরদিকে জিতলেই ফাইনাল খেলবে পাকিস্তান। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের জয় চান গুল।
ওমর গুল বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের সঙ্গে ২০ বছরের বেশি সময় কাটিয়েছি আমি। আমি বর্তমানে যে দেশের সঙ্গে জড়িত আছি তাদেরকেই মানসিক ও পেশাদার জায়গা থেকে সমর্থন করাটা গুরুত্বপূর্ণ। ’
তিনি যোগ করেন, ‘আমরা দুই ম্যাচ জিতে সুপার ফোরে এসেছি। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে আধিপত্য বিস্তার করে জিতেছি। তাদের বিপক্ষে জয়গুলো আমাদের খেলোয়াড়দের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। তারা পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। ’
গ্রুপ পর্বে শ্রীলংকাকে হারালেও সুপার ফোরের প্রথম ম্যাচে তাদের বিপক্ষে জয় পায়নি দলটি। ফলে কিছুটা চাপ নিয়েই নামতে হবে মাঠে। অপরদিকে ভারতকে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে পাকিস্তান। গেল ম্যাচে জয় পেয়েছে ৫ উইকেটে।
-নট আউট/এমআরএস
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: