ড্রেসিংরুমে আত্মবিশ্বাস অসাধারণ: শানাকা
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২২ ২২:০১

নট আউট ডেস্কঃ ম্যাচের আগে ভারতকে সমীহ করলেও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন ভারতের মুখোমুখি হতে উম্মুখ তার দল। শেষ পর্যন্ত জয় নিয়েছে ছেড়েছে মাঠ। আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তান জিতলেই বিদায় ঘটবে ভারতের, অপরদিকে ফাইনাল নিশ্চিত হবে আয়োজক লঙ্কানদের। দেশটির অবস্থা সুখকর না হলেও দলটির ড্রেসিং রুমের অবস্থা যে অনেক ভালো তা বোঝা গেল শানাকার কথায়।
শানাকা বলেন, ‘ড্রেসিংরুমে আত্মবিশ্বাস অসাধারণ। প্রথম ম্যাচের পর আমাদের মধ্যে ভালো আলাপ হয়েছিল, আমরা জানি আমরা কী করতে পারি।’
বল হাতে দলের জন্য এদিন ভালো অবদান রেখেছেন লঙ্কান কাপ্তান। এছাড়াও ব্যাট হাতে জয় নিয়ে ছেড়েছে মাঠ। ম্যাচ শেষে হয়েছেন ম্যাচ সেরা। ম্যাচে বোলারদের প্রসঙ্গে শানাকা বলেন, ‘বোলাররা কিছু সময় ভালো বল করেছিল। দিলশানকে কৃতিত্ব দিতে হয় এবং ঠিকশানাকেও। তারা সত্যিই ভালো বল করেছে। ব্যাটসম্যানরা তাদের বিরুদ্ধে আগ্রাসী হয়ে উঠেছিল, কিন্তু আমরা ভালোই করলাম।’
এশিয়া কাপের চলতি আসরে টানা তৃতীয়বার ১৭০-এর বেশি রান তাড়া করে জিতলো শ্রীলঙ্কা, অথচ এই দলটিই প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে গুটিয়ে গিয়েছিল ১০৫ রান করে।
-নট আউট/এমআরএস
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: