আর্শদীপকে নিয়ে ট্রল, গাদ্দার বললেন ভারতীয় সমর্থক!
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২ ০৪:২২

নট আউট ডেস্কঃ চলতি এশিয়া কাপে ডেথ ওভারে যে কয়েকজন বোলিং জাদু প্রদর্শন করেছেন তাদের একজন ভারতীয় বাঁহাতি পেসার আর্শদীপ সিং। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আসিফ আলির ক্যাচ ছেড়ে হয়েছেন ট্রলের শিকার। তবে শ্রীলংকার বিপক্ষে শেষ ওভারে মধুর বোলিং করেও পেতে হয়েছে গাদ্দার উপাধি।
লঙ্কানদের বিপক্ষে ম্যাচ শেষে টিম বাসে উঠার আগে ভারতীয় এক সমর্থক আর্শদীপকে লক্ষ্য করে বলেন ওঠেন ‘গাদ্দার এসেছে। গাদ্দার এসেছে। ক্যাচ ফেলে ভারতকে হারিয়েছে।’ আর্শদীপ অবাক পানে তাকিয়ে থাকলেও কিছু না বলেই বাসে উঠেন। তবে সেখানে থাকা এক সাংবাদিক এই ঘটনার প্রতিবাদ করেন।
ভক্তের কাছে এমন মন্তব্যের কারন জিজ্ঞেস করলে সেই ব্যক্তি কোন উত্তর দেয়নি। পরবর্তীতে সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীদের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন। তাদের ব্যবস্থা নিতে বলেন। নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে সেখান থেকে সরিয়ে দেন।
আর্শদীপের বয়স সবেমাত্র ২৩। আইপিএলে কল্যাণে নিজেকে পরিণত করেছে ভালোভাবেই। ম্যাচে কিছুটা খরুচে থাকলেও টি-টোয়েন্টিতে ২০তম ওভারে তার বোলিং গড় ৮ এর কম। শেষ ২১ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট।
-নট আউট/এমআরএস
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: