ফাইনালের আগে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এগিয়ে যারা
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ০৫:১৭

নট আউট ডেস্কঃ ছয় দল নিয়ে শুরু হয়েছিল এশিয়া কাপ ১৫তম আসরের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই। শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান-শ্রীলংকা। অর্থাৎ এই দুই দলের একটি দল উপভোগ করতে যাচ্ছে ট্রফির জয়ের স্বাদ। চলতি আসরে সেই স্বাদ ভোগ করার সুযোগ নেই ভারতের। তবে ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জনে পাক কিংবা লঙ্কানদের চেয়েও এগিয়ে ভারতীয় ক্রিকেটাররা।
ফাইনালের আগ পর্যন্ত ব্যাট-বলে সবার চেয়ে এগিয়ে ভারতীয়রাই। ব্যাট হাতে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। পাঁচ ম্যাচে ১৪৭ স্ট্রাইক রেট ও ৯২ গড়ে করেছেন ২৭৬ রান। যেখানে দুই অর্ধশতকের সাথে রয়েছে একটি শতক। অপরদিকে বল হাতে সবার উপরে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। পাঁচ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট।
ফাইনালের আগে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এগিয়ে যারা।
ব্যাটার | রান | বোলার | উইকেট |
১। বিরাট কোহলি (ভারত) | ২৭৬ | ১। ভুবনেশ্বর কুমার (ভারত) | ১১ |
২। মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) | ২২৬ | ২। মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান) | ০৮ |
৩। ইব্রাহিম জাদরান (আফগানিস্তান) | ১৯৬ | ৩। শাদাব খান (পাকিস্তান) | ৭ |
৪। পাথুম নিশাঙ্কা (শ্রীলংকা) | ১৬৫ | ৪। মুজিব উর রহমান (আফগানিস্তান) | ৭ |
৫। কুশল মেন্ডিস (শ্রীলংকা) | ১৫৫ | ৫। নাসিম শাহ (পাকিস্তান) | ৬ |
ব্যক্তিগত অর্জনে রিজওয়ান - নওয়াজরা ভারতীয়দের ছাড়িয়ে গেলে এশিয়া কাপের ট্রফি জয়ের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে তাদের। কেননা বিরাটকে ছাড়াতে রিজওয়ানের প্রয়োজন আরও ৫১ রান। অপরদিকে ভুবনেশ্বর কুমারকে টপকিয়ে টূর্ণামেন্ট সেরা বোলার হতে নওয়াজের প্রয়োজন ৪ উইকেট এবং শাদাবের ৫ উইকেট।
-নট আউট/এমআরএস
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: