এশিয়া কাপে ব্যাটে-বলে সেরা যারা
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ২৩:১১

ব্যক্তিগত অর্জনে শ্রেষ্ঠত্ব। ছবি সংগৃহীত
ব্যক্তিগত অর্জনে শ্রেষ্ঠত্ব। ছবি সংগৃহীতনট আউট ডেস্কঃ উপমহাদেশের ক্রিকেট যজ্ঞে ৬ষ্ঠবারের মত শিরোপা অর্জন করলো শ্রীলংকা। রবিরার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দলটির জয় ২৩ রানে। সদ্য সমাপ্ত আসরে ব্যক্তিগত অর্জনে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের এক নজরে দেখে নেওয়া যাক।
বিজ্ঞাপন

undefined
ব্যাটিংয়ে শীর্ষ পাঁচঃ
১) মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), ৬ ম্যাচে ২৮১ রান।
২) বিরাট কোহলি (ভারত), ৫ ম্যাচে ২৭৬ রান।
৩) ইবরাহিম জাদরান (আফগানিস্তান), ৫ ম্যাচে ১৯৬ রান।
৪) ভানুকা রাজাপাকশে (শ্রীলঙ্কা), ৬ ম্যাচে ১৯১ রান।
৫) পাথুম নিশান্কা (শ্রীলঙ্কা) ৬ ম্যাচে, ১৭৩ রান।
বোলিংয়ে শীর্ষ পাঁচঃ
১) ভুবনেশ্বর কুমার (ভারত), ৫ ম্যাচে ১১ উইকেট।
২) ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), ৬ ম্যাচে ৯ উইকেট।
৩) মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), ৬ ম্যাচে ৮ উইকেট।
৪) শাদাব খান (পাকিস্তান), ৫ ম্যাচে ৮ উইকেট।
৫) হারিস রউফ (পাকিস্তান), ৬ ম্যাচে ৮ উইকেট।
চলতি আসরে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ব্যাট-বলে তিনি ছিলেন দারুণ ছন্দে। ফাইনালে দলকে কোণঠাসা অবস্থা থেকে উদ্ধারের লড়াইয়ে খেলেছেন ৩৬ রানের কার্যকর এক ইনিংস। শেষ সময়ে বল হাতে পাকিস্তানের ট্রফি জয়ের স্বপ্নও বল হাতে ভেস্তে দেওয়ার কাজ করেছেন দাপটের সাথে।
-নট আউট/এমআরএস
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: