ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২ ০১:২৩

রোহিত শর্মা ও বাবর আজম। ফাইল ছবি রোহিত শর্মা ও বাবর আজম। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ২০২৩ এশিয়া কাপ অনুষ্টিত হওয়ার কথা রয়েছে পাকিস্তানে। তবে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এই এশিয়া কাপে খেলতে যাবে না ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন খোদ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান সচিব জয় শাহ। সেই সাথে এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে অন্য কোনও নিরপেক্ষ দেশে করার দাবি জানাবে ভারত।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন ছিল অনেক আগে থেকেই৷ যার প্রভাব পড়েছে বাইশ গজের ক্রিকেটেও৷ দু'দলের দ্বিপাক্ষিক সিরিজও তাই বন্ধ প্রায় এক দশক ধরে। এমন অবস্থা রাজনৈতিক দ্বন্ধ নিরসন না হওয়ায়, পাকিস্তানে অনুষ্ঠিতব্য ২০২৩ এশিয়া কাপে দেখা যাবে না ভারতকে! 

বিসিসিআইয়ের ৯১তম বার্ষিক সাধারণ সভার পর জয় শাহ বলেন, 'আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানের মাটিতে আমাদের দল খেলতে যাবে কিনা সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।'

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক কোন সিরিজ খেলতে গিয়েছিল ভারত। এর পর থেকেই দীর্ঘ ১৫ বছরে আর কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান সফরে যায়নি ভারতীয় দল৷ মাঝে ২০০৮ সালে পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপে খেলেছিল ভারত। দু'দলের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় বিশ্বকাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বৈশ্বিক ইভেন্ট ছাড়া দুই দলের দেখা পাওয়া যায় না।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...