ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

চমক দিয়ে এশিয়া কাপের শক্তিশালী দল ঘোষণা ভারতের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩ ২০:২৬

ভারতের এশিয়া কাপ দল ঘোষণা। ফাইল ছবি ভারতের এশিয়া কাপ দল ঘোষণা। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। ঘোষিত দলে ফিরেছেন শ্রেয়াস আইয়ার, কেএল রাহুলের মতো তারকা ক্রিকেটার। দলে একমাত্র চমক বলতে তিলক ভার্মার অন্তর্ভূক্তি। প্রথমবারের মতো ভারতের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি।

বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবার এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। দল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচক অজিত আগরকার ও অধিনায়ক রোহিত শর্মা। 

চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার ফিরেছেন ভারতের ওয়ানডে দলে। এছাড়া দলে ফিরেছেন মোহাম্মদ শামি, প্রসিধ কৃষ্ণার মতো তারকা পেসাররা। অন্যদিকে অনুমিতভাবে দলে ফিরছেন আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে দীর্ঘ ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা জাসপ্রিত বুমরাহ।

আগামী ৩০ আগাস্ট মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ২ সেপ্টেম্বর। পাল্লেকেলেতে রোহিত শর্মাদের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। একই মাঠে নেপালের বিপক্ষে আগামী ৪ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। 

এশিয়া কাপে ভারতের ১৭ জনের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি , মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। 

রিজার্ভ প্লেয়ার: সঞ্জু স্যামসন।

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...