লঙ্কা শিবিরে 'মড়ার উপর খাঁড়ার ঘা'
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩ ১৭:০৫

নট আউট ডেস্কঃ এশিয়া কাপের পর্দা উঠতে বাকি আর মাত্র ৪দিন। এর মাঝেই একের পর এক দুঃসংবাদ শুনতে হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। টুর্নামেন্ট শুরুর আগেই একের পর এক তারকা ক্রিকেটারের চোট অস্বস্তিতে ফেলছে স্বাগতিকদের। দীর্ঘদিন ধরেই চোটের সঙ্গে লড়াই করা তারকা পেসার দুশমেন্থ চামিরাকে পুরো টুর্নামেন্টেই পাচ্ছে না দলটি।
এমনকি দলের সবচেয়ে বড় তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গার খেলা নিয়েও তৈরি হয়েছে সংশয়। হাসারাঙ্গা ও চামিরার চোট ছাড়াও একাধিক দুঃসংবাদ রয়েছে স্বাগতিকদের জন্য। কোভিট-১৯ পজিটিভ হওয়ায় কুশল পেরেরা ও আভিস্কা ফার্নান্দোকে এশিয়া কাপে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। কোভিট-১৯ নেগেটিভ না হলে দু'জনই ছিটকে যাবেন পুরো আসর থেকে।
লঙ্কা প্রিমিয়ার লিগ চলাকালীন উরুতে চোট পেয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। যার কারণে এই তারকা ক্রিকেটার খেলতে পারেনি এলপিএলের ফাইনাল। উরুর সেই চোট থেকে এখনও সেরে না উঠায় এশিয়া কাপে অনিশ্চিত এই তারকা অলরাউন্ডার। গ্রুপ পর্বে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে অনেকটাই নিশ্চিতভাবেই এই তারকার সার্ভিস পাচ্ছে না শ্রীলঙ্কা। যদি গ্রুপ পর্বের বাধা টপকাতে পারে শ্রীলঙ্কা, তবেই এশিয়া কাপে দেখা মিলবে হাসারাঙ্গার। সেজন্য অবশ্য এই তারকা অলরাউন্ডারকে প্রমাণ করতে হবে ফিট।
অন্যদিকে চোট যেন নিত্যসঙ্গী লঙ্কান তারকা পেসার দুশমেন্থ চামিরার। কদিন আগেই গোড়ালির অস্ত্রোপচার করা চামিরা চোট কাটিয়ে এলপিএল দিয়ে মাঠে ফিরলেও ফের কাঁধের চোটে পড়েন এই পেসার। আনুষ্ঠানিকভাবে এখনও এশিয়া কাপের দল থেকে ছিটকে না গেলেও, অনেকটাই অনিশ্চিত এই পেসার। এর আগে গত জুন মাসে সবশেষ ওয়ানডে খেলেছেন তিনি।
উল্লেখ্য, আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এশিয়া কাপের এবারের আসরের। একদিন বাদেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা। এরপর গ্রুপ পর্বের বাকি ম্যাচ আগামী ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে তারা।
-নট আউট/টিএ
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: