ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

একদিন আগেই একাদশ ঘোষণা পাকিস্তানের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩ ০৫:০২

পাকিস্তান ক্রিকেট দল। ফাইল ছবি পাকিস্তান ক্রিকেট দল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে কোটি সমর্থকের। এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই যে শুরু হচ্ছে আগামীকাল থেকেই। উদ্বোধনী দিনেই মাঠে নামছে স্বাগতিক পাকিস্তান, প্রতিপক্ষ প্রথমবার এশিয়া কাপ খেলতে আসা নেপাল। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের একাদশ একদিন আগেই ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচের এক কিংবা দুইদিন আগে একাদশ ঘোষণা নতুন কিছু নয়। কিন্তু সেটা সাধারণত আভিজাত্য'র খেলা টেস্টে দেখা গেলেও, সাদা বলের ক্রিকেটে খুব একটা দেখা যায় না। আর মঞ্চটা যদি এশিয়া কাপের মতো বড় ইভেন্টের, তাহলে তো কথাই নেই। এবার ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো একই পথে হাঁটল পাকিস্তান।ও 

কদিন আগেই ওয়ানডেতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। এবার নেপালের বিপক্ষে একদিন আগেই একাদশ ঘোষণা করেছে তারা। যদিও ঘোষিত একাদশে নেই কোন চমক। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বিশ্রামে থাকা শাহিন-নাসিমরা অনুমেয়ভাবেই ফিরেছেন দলে।মুলতানে আগামীকাল (৩০ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হবে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ। 

নেপালের বিপক্ষে পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...