হাসি বিজয়কেই ফোটাতে হবে
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩ ১৬:২৩

নট আউট ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে রেকর্ড রান করে দলে ফিরেছিলেন এনামুল হক বিজয়৷ প্রত্যাবর্তনের পর সামান্য ব্যর্থতায় আবারও দল থেকে বাদ পড়েছিলেন তিনি৷ সবশেষ আন্তর্জাতিক ওয়ানডে খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে৷ এরপর সাধারণ মানুষ বারবার বিজয়কে দলে আশা করলেও মিলেনি সুযোগ ৷
এশিয়া কাপের ১৬তম আসর শুরু হচ্ছে আজ৷ বাংলাদেশের ঘোষিত দল কিংবা ব্যাকআপ কোথাও ছিলেন না বিজয়৷ তবে লিটনের অসুস্থতায় সুযোগ পেলেন লঙ্কা যাওয়ার৷ বুধবার (৩০ আগস্ট) দেশ ছাড়বেন এই ডানহাতি ব্যাটার৷
ওপেনিংয়ে ডান ও বামহাতি কম্বিনেশনের কারণেই কপাল খুলেছে বিজয়ের৷ দলের সাথে থাকা দুই ওপেনার বাঁহাতি৷
ভাগ্যক্রমে পাওয়া সুযোগ বিজয়কেই কাজে লাগাতে হবে৷ নিজের সামর্থ্য আরেকবার প্রমাণ করতে হবে বড় মঞ্চে৷
এশিয়া কাপে ব্যক্তিগত রেকর্ড বিজয়ের পক্ষেই কথা বলছে৷ ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি ও ভারতের বিপক্ষে করেছিলেন ৭৬ রান৷
-নট আউট/এমআরএস
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: