ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

তামিমের অভিষেক, ব্যাটিংয়ে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩ ২১:০৬

তামিমের অভিষেক। ফাইল ছবি তামিমের অভিষেক। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে টাইগার সমর্থকদের। প্রায় দেড় মাসের বিরতি কাটিয়ে এশিয়া কাপ দিয়েই বাইশ গজে ফিরছে সাকিব-তাসকিনরা। নিজেদে প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ সামনে পাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। পাল্লাকেলেতে এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। লিটন-তামিমের না থাকায় বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে যুব বিশ্বকাপ জেতা ওপেনার তানজিদ হাসান তামিমের।

চোটের কারণে আগেই তামিম ইকবালের ছিটকে যাওয়াটা জুনিয়র তামিমের (তানজিদ হাসান) জন্য বড় সুযোগ হয়ে এসেছিল। এদিকে জ্বরের কারণে শ্রীলঙ্কার বিমান ধরতে না পারায় দাস ছিটকেই যান এশিয়া কাপ থেকেই। তাতেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের। ওপেনিংয়ে তার সঙ্গে আরেকবার সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ।

এদিকে বাংলাদেশের একাদশে দীর্ঘদিন পর ফিরেছেন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ খেলা ওয়ানডেতে না থাকা মোস্তাফিজুর রহমানও ফিরেছেন দলে৷ তাকে জায়গা করে দিতেই একাদশে সুযোগ হয়নি আরেক পেসার হাসান মাহমুদের। 

অন্যদিকে চোটে জর্জরিত স্বাগতিক শ্রীলঙ্কাও নেই খুব একটা স্বস্তিতে। চোটের কারণে ছিটকে গেছেন পেসার দুশমেন্থ চামিরা, লাহিরু কুমারা এবং দিলশান মধুশঙ্কা। তবে স্বাগতিকদের জন্য বড় ক্ষতিটা হয়েছে তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার ছিটকে যাওয়াটা।

বাংলাদেশ একাদশ; সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। 

শ্রীলঙ্কা একাদশ: প্রাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস,  সাদিরা সামারাবিক্রমা, চরিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মহীষ থিকসিনা, কাসুন রাজিথা ও মাতিশা পাতিরানা। 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...