কোহলি বনাম পাকিস্তান
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫১

নট আউট ডেস্ক: তর্ক সাপেক্ষে বিশ্বের সেরা বোলিং লাইন আপ পাকিস্তানের৷ অপরদিকে সন্দেহ ছাড়া বিশ্বসেরা ক্রিকেটার বিরাট কোহলি৷ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে 'কোহলি বনাম পাকিস্তান' এ শিরোনামে আলোচনা হতেই পারে৷
২০০৮ সালে ভারতের ওয়ানডে দলে অভিষেক হয়েছিল কোহলির৷ এখন পর্যন্ত খেলেছেন ২৭৫ ম্যাচ৷ নামের পাশে রান ১২৮৯৮৷ ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ১৮৩ রানের৷ ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষেই করেছিলেন তিনি৷
ওয়ানডে সংস্করণে পাকিস্তানের বিপক্ষে কোহলি ব্যাট করেছেন এমন ইনিংসের সংখ্যা ১৩৷ ৪৮.২৩ ব্যাটিং গড়ে করেছেন ৫৩৬ রান৷ অপরদিকে টি-টোয়েন্টিতে দশ ইনিংসে ৮১.৩৩ গড়ে কোহলির রান ৪৮৮৷
এমন পরিসংখ্যানে কোহলির প্রিয় প্রতিপক্ষ পাকিস্তান, এমন কথা আপনি বলতেই পারেন৷ সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে একাই হারিয়েছেন কোহলি৷ তৈরি করেছিলেন মহাকাব্বিক এক ইনিংস৷
এশিয়া কাপে আগামীকাল (২ সেপ্টেম্বর) মুখোমুখি হবে ভারত-পাকিস্তান৷ ম্যাচ জিততে কোহলিকে নিয়ে নিশ্চয়ই প্লান 'বি' রাখবে পাক অধিনায়ক৷ কোহলি বলেই কাজটি সহজ নয় বুঝে গেছেন শাদাব খান৷
কোহলিকে নিয়ে শাদাব বলেন, 'সে একজন বিশ্বসেরা ক্রিকেটার, অবশ্যই। তার বিপক্ষে আপনাকে অনেক পরিকল্পনা করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে মনস্তাত্ত্বিক খেলাও প্রচুর হয়। ওই লেভেলে খেলার মতো স্কিল অবশ্যই আপনার থাকতে হবে। তবে বোলার কীভাবে ব্যাটারের বা ব্যাটার কীভাবে বোলারের মনের অবস্থা বুঝবে সেটা অবস্থার ওপর নির্ভর করে।
তিনি আরও বলেন, কোহলি যে মানের ব্যাটার, সে যেভাবে আমাদের সঙ্গে পারফর্ম করেছে, বিশ্বকাপের আমাদের শেষ ম্যাচটিতে; আমার মনে হয় না বিশ্বের অন্য কোনও ব্যাটার আমাদের বোলিং লাইনআপের বিপক্ষে এভাবে পারফর্ম করতে পারবে। আর মূল সৌন্দর্য হচ্ছে সে যেকোনো মঞ্চে যেকোনো সময় এমন পারফর্ম করতে পারে।'
-নট আউট/এমআরএস
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: