ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৭

ভারত অধিনায়ক রোহিত শর্মা। ছবি: এসিসি ভারত অধিনায়ক রোহিত শর্মা। ছবি: এসিসি

নট আউট ডেস্কঃ ক্রিকেটে ভারত–পাকিস্তান ম্যাচ মানে বরাবরই ভিন্ন এক উত্তাপ। এ ম্যাচ ঘিরে দুই দেশের ক্রিকেট সমর্থকরা তো বটেই, বুদ হয়ে থাকে গোটা ক্রিকেট দুনিয়া। এবারও ভারত ও পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচ ঘিরে আগে থেকে তৈরি হয়েছে রোমাঞ্চ। বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই পাল্লাকেলেতে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়া টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা। 

ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় এই দৌরাত্ম দেখতে ক্রিকেট প্রেমিদের অপেক্ষাটা ছিল প্রায় এক বছরের। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম একের অপরের মুখোমুখি হচ্ছে এই দুই দল। যদিও ওয়ানডে ফরম্যাটে দুদলের দেখাটা প্রায় ৪ বছর পর। ২০১৯ বিশ্বকাপে এই ফরম্যাটে সবশেষে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। 

এদিকে নেপাল ম্যাচের মতো চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেও ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। নেপালের বিপক্ষে বড় ব্যবধানে জয় পাওয়া পাকিস্তান, ভারতের বিপক্ষেও নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে। অন্য দিকে চোট কাটিয়ে ভারতের একাদশে দীর্ঘদিন পর ফিরেছেন শ্রেয়াস আইয়ার ও জাসপ্রিত বুমরাহ। এছাড়া লোকেশ রাহুল না থাকায় উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন ঈষাণ কিষাণ।

পাকিস্তানের একাদশ: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল হক, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগা, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈষাণ কিষাণ,  বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রাবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...