ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

তারা শক্তি, তারাই অনুপ্রেরণা.........

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৯

গাদ্দাফি স্টেডিয়ামে টাইগার সমর্থকদের একাংশ। ছবি পিসিবি গাদ্দাফি স্টেডিয়ামে টাইগার সমর্থকদের একাংশ। ছবি পিসিবি

নট আউট ডেস্কঃ বাংলায় প্রচলিত প্রবাদগুলোর একটি ‘ ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’। বাংলা অভিধানমতে অর্থ অনেকটা এমন, ভাগ্য যার মন্দ, তার কোন অবস্থাতেই ভালো কিছু হতে পারেনা। বাংলাদেশ ক্রিকেটের সাথে এই প্রবাদের বড় পার্থক্য রয়েছে। তা হলো বাংলাদেশ যেমনই খেলুক না কেন গ্যালারীতে দর্শকদের উপস্থিতি থাকবেই।  

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর বড় চাপেই ছিল বাংলাদেশ। কেননা আফগানিস্তানের বিপক্ষে হারলে বিদায় নিতে হতো বাংলাদেশকে। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছিল। তবে উৎসাহ দিতে লাহোরের মাটিতে উপস্থিত ছিল অসংখ্য দর্শক। 

পাকিস্তানে অবস্থানরত বাঙ্গালীর একাংশের বসবাস করাচি শহরে। লাহোরেও মাঠের বাইরে গর্জন উঠেছে বাংলাদেশ-বাংলাদেশ। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা ২৭ হাজার। ম্যাচ শুরুতে টাইগার সমর্থকদের উপস্থিতি কম ছিল। তবে সময়ের সাথে সাথে সাকিবদের উৎসাহ দিতে হাজির প্রবাসীরা। শেষ পর্যন্ত সাকিব বাহিনীও হাসি ফুটিয়েছে তাদের মুখে। 

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচের টিকিট শেষ হয়েছে আগে। গ্যালারীতে সমর্থকদের অধিকাংশই পাকিস্তানের হবে তা অনুমেয়। তবে সাকিবদের শক্তি দিতে, সাকিবদের অনুপ্রেরণা দিতে গুটি কয়েক টাইগার সমর্থকেই যথেষ্ট। 

বাংলাদেশ বিশ্বের যেই প্রান্তে খেলুক না কেন দর্শক পাবেই। বাংলাদেশি সমর্থকদের উৎসাহকে সমীহ করে অনেকেই। এই যেমন বলা যেতে পারে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার কথা। 

বাংলাদেশ সফরে এসে রোহিত বলেছিলেন, বাংলাদেশে গ্যালারিতে আমরা বেশি সমর্থন পাব না ... (হাসি)। গ্যালারির দর্শকদের কারণে ভারত কিছুটা চাপে থাকবে। এখানের দর্শক উপস্থিতি ভীতি জাগানিয়া হতে পারে। এতে কোনো সন্দেহ নেই। তারা ক্রিকেটের আবেগময় সমর্থক এবং সবসময় দলের পাশে থাকে। দলের জন্য এটা রোমাঞ্চকর।

আবেগ সবসময় ভালো নয়। তবে বাংলাদেশ সমর্থকদের আবেগের জন্য এ দেশটিতে ক্রিকেট বাণিজ্যে পরিণত হয়েছে। নয়তো এত এত ব্যর্থতার পরেও বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি পাওয়া যেত না অন্তত বিদেশের মাটিতে। 

 

 

-নট আউট/এমআরএস

 


আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...