বৃষ্টি আইনে নেপালকে উড়িয়ে দিল ভারত
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩ ০৬:০১

নট আউট ডেস্কঃ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে হয়েছিল পরিত্যক্ত। যদিও সে ম্যাচ টস জিতে আগে ব্যাট করার সুযোগ হয়েছিল ভারতের। তবে বৃষ্টির কারণে বোলিংটাই হয়নি করা। সুপার ফোরের টিকিট কাটতে খর্বশক্তির নেপালের বিপক্ষে টস জিতে তাই বোলিংটা আগে নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তান ম্যাচের ন্যায় নেপাল ম্যাচে ও দিয়েছে বৃষ্টির হানা। তবে, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এসেছে ফল। নেপালের বিপক্ষে প্রত্যাশিত জয় নিয়েই সুপার ফোরে উঠেছে ভারত।
পাল্লাকেলেতে এদিন আগে ব্যাট করা নেপাল, ভারতীয় বোলারদের বেশ দারুণ পরীক্ষাই নিয়েছিলি। পাকিস্তানের কাছে বিধ্বস্ত হলেও, আসিফ-স্যাম্পালদের ব্যাটে চড়ে এদিন সবকটি উইকেট হারিয়ে তুলেছিল ২৩০ রান। জবাবে ভারতের ইনিংসের শুরুতেই দেয় বৃষ্টির হানা। ফলে ম্যাচের দৈর্ঘ নেমে এসেছিল ২৩ ওভারে। ডিএলএস মেথডে ১৪৫ রানের টার্গেট পেয়ে দুই ওপেনারের জোড়া ফিফটিতে সেটা ভারত টপকে যায় ৩ ওভার হাতে রেখেই। ফলে খালি হাতেই দেশে ফিরছে প্রথমবার এশিয়া কাপ খেলতে আসা নেপাল।
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: