ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

এক পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামছে পাকিস্তান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৬

পাকিস্তান ক্রিকেট দল। ফাইল ছবি পাকিস্তান ক্রিকেট দল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ গ্রুপ পর্বে নেপাল ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচের একাদশ একদিন আগেই ঘোষণা করেছিল স্বাগতিক পাকিস্তান। সেই ধারাবাহিকতা এবার সুপার ফোরেও ধরে রাখলো তারা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের একাদশও একদিন আগেই প্রকাশ করেছে ক্রিকেট পাকিস্তান। ঘোষিত একাদশে এসেছে একটি পরিবর্তন। 

আগের দুই ম্যাচেই পাকিস্তানের একাদশে ছিলেন স্পিনার মোহাম্মদ নওয়াজ। তবে বাংলাদেশের বিপক্ষে এই স্পিনারের হচ্ছে না খেলা। দলে পেস শক্তি বাড়াতে একাদশে ফেরানো হয়েছে পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফকে। বাকিদের সবাই ছিলেন নেপাল ও ভারত ম্যাচের একাদশে। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ (৬ সেপ্টেম্বর) পাকিস্তানের হয়ে ওপেনিং করবেন ফখর জামান ও ইমাম উল হক। তার পর নামবেন বাবর। চারে উইকেটকিপার ব্যাটার রিজওয়ানই থাকছেন। পাঁচ নম্বর ও ছয় নম্বরে নামবেন যথাক্রমে সালমান আগা ও ইফতিখার আহমেদ। 

পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হ্যারিস রউফ।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...