সাইমন্ডস না পারলেও, বেঁচে ফিরেছে তার দুই কুকুর
প্রকাশিত: ১৬ মে ২০২২ ০৩:৩২

নট আউট ডেস্কঃ গতকাল (শনিবার) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই বারের বিশ্বকাপজয়ী অজি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। শনিবার রাত ১১টার দিকে কুইন্সটাউনের টাউন্সভিলে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সাথে-সাথেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার সময় সাইমন্ডস নিজেই চালিয়েছিলেন গাড়ি। এই সময় সঙ্গে ছিল তাঁর পোষা দুইটি কুকুরও।
দুর্ঘটনায় ৪৬ বছর বয়সী সাইমন্ডস বেঁচে ফিরতে না পারলেও, প্রাণে বেঁচে ফিরেছেন তার প্রিয় দুইটি কুকুরই। দুর্ঘটনা কবলিত স্থানে থাকা এক প্রত্যক্ষদর্শী এই খবরটি নিশ্চিত করেছেন। দ্য কুরিয়ার মেইলকে পুরো ঘটনার বর্ননা দিতে গিয়ে ঐই প্রত্যক্ষদর্শী জানান, ‘দুইটি কুকুরের মধ্যে একটি খুবই সংবেদনশীল ছিল। আর সেই কুকুরটি সাইমন্ডসকে রেখে কোথাও যেতে চাচ্ছিল না। সাইমন্ডসের কাছ থেকে ওকে সরাতে গেলেই গর্জে উঠছিল। আমার সঙ্গী সাইমন্ডসকে দেখে গাড়ি থেকে বের করে আনে।’
ওই প্রত্যক্ষদর্শী আরও বলেন, ‘সাইমন্ডস তখন অজ্ঞান ছিল। কোনও সাড়া দিচ্ছিল না, স্পন্দনও পাওয়া যাচ্ছিল না।’
এদিকে সাইমন্ডসের মৃত্যুতে তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এই অজি তারকা স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। সাইমন্ডসের চলে যাওয়ায়, দুই সন্তানকে নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর স্ত্রী লরা।
উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা তীব্র শোকের মাঝে রয়েছি। এখন আমার দুই সন্তানকে নিয়ে বেশ উদ্বিগ্ন। ওদের বাবা বড় ভালো মানুষ ছিলেন; সন্তানরা বাবার অনেক কিছু পেয়েছে। সবার জন্যেই সাইমন্ডস সময় বের করে নিতো।’
-নট আউট/টিএ
সাইমন্ডস না পারলেও, বেঁচে ফিরেছে তার দুই কুকুর
কুকুরটি সাইমন্ডসকে রেখে কোথাও যেতে চাচ্ছিল না। সাইমন্ডসের কাছ থেকে ওকে সরাতে গেলেই গর...

সাইমন্ডসের মৃত্যুতে শোকস্তব্ধ সতীর্থরা
মাত্র ৪৬ বছর বয়সে ওপারে পাড়ি জমালেন দুই বারের বিশ্বকাপজয়ী এই সাবেক অজি তারকা

চেষ্ঠা করেও সাইমন্ডসকে বাঁচাতে পারেননি পথচারী টাউন...
অস্ট্রেলিয়ান ক্রিকেটে চলছে দুঃসময়৷ তবে এটি ব্যাট কিংবা বলের লড়াইয়ে নেই৷ কয়েক মাসের ব...

আপনার মূল্যবান মতামত দিন: